Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ফের ল্যাম্পস-এ হার বামের

রঘুনাথপুর ২ ব্লকের পর পাড়াতেও ল্যাম্পসের ভোটে হারলেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। রবিবার পাড়া ব্লক সদরে অবস্থিত সিধো-কানহো-বীরসা ল্যাম্পসের পরিচালন সমিতির নির্বাচন হয়।

নিজস্ব সংবাদদাতা
পাড়া শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ০১:৩১
Share: Save:

রঘুনাথপুর ২ ব্লকের পর পাড়াতেও ল্যাম্পসের ভোটে হারলেন সিপিএম সমর্থিত প্রার্থীরা। রবিবার পাড়া ব্লক সদরে অবস্থিত সিধো-কানহো-বীরসা ল্যাম্পসের পরিচালন সমিতির নির্বাচন হয়। ফল ঘোষণা হতে রাত গড়ায়। ওই ল্যাম্পসের পরিচালন সমিতির ৬৪টি আসনের মধ্যে ৬০টিতে জিতেছে শাসকদল তৃণমূল সমর্থিতেরা। বাকি চারটি গিয়েছে সিপিএম সমর্থিতদের দখলে। রঘুনাথপুর ২ ব্লকের নীলডি পঞ্চায়েতের বাবা তিলকা মুর্মু ল্যাম্পসের মতোই পাড়ার এই ল্যাম্পসের দখল আড়াই দশক ধরে সিপিএমের হাতে ছিল।

পাড়ার এই ল্যাম্পসের সদস্য সংখ্যা সতেরোশোর কিছু বেশি। গোটা ব্লকেই সদস্যরা রয়েছেন। স্থানীয় সূত্রের খবর, রঘুনাথপুরের মতোই পাড়াতেও এই ল্যাম্পস দখলে নিতে ঝাঁপিয়েছিল তৃণমূল। মনোনয়ন জমা দেওয়ার পর্ব মিটতেই স্পষ্ট হয়ে গিয়েছিল পাড়ার সিধো-কানহো-বীরসা ল্যাম্পসের দখল পেতে চলেছে শাসকদল। এখানে ৬৪টি আসনের মধ্যে ৪৯টি আসনে প্রার্থী দিতে পারেনি সিপিএম। ওই আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে তৃণমূলের প্রার্থীরা। রবিবার নির্বাচন হয় বাকি ১৫টি আসনে। তার মধ্যে ভাঁওরিডি অঞ্চলের চারটি আসনে জেতে সিপিএম সমর্থিত প্রার্থীরা।

পরিচালন সমিতি হাতছাড়া হওয়ার পরে শাসকদলের উপরে ক্ষোভ উগরে দিয়েছে সিপিএম। নেতৃত্বের অভিযোগ, তৃণমূল বিরোধী সদস্যদের ভয়, প্রলোভন দেখিয়ে প্রার্থী হতে দেয়নি। অভিযোগ উড়িয়ে পাড়ার তৃণমূল বিধায়ক উমাপদ বাউরি বলেন, ‘‘গত আড়াই দশকে ল্যাম্পসে সীমাহীন দুর্নীতি করেছে সিপিএম। তার প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের লোকজন তৃণমূলের প্রার্থীদের ঢেলে সমর্থন করেছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Left front Lamps vote
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE