Advertisement
০৫ মে ২০২৪

সভায় নেই সদস্যেরাই, অনাস্থা খারিজ আড়শায়

অনাস্থা এনেও তলবি সভায় হাজির হলেন না এক জনও সদস্য। ফলে, পুরুলিয়ার আড়শা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, তৃণমূলের শেখ সালেম মহম্মদের বিরুদ্ধে বিরোধী বামফ্রন্টের আনা অনাস্থা খারিজ হয়ে গেল।

নিজস্ব সংবাদদাতা
আড়শা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ০০:২৫
Share: Save:

অনাস্থা এনেও তলবি সভায় হাজির হলেন না এক জনও সদস্য। ফলে, পুরুলিয়ার আড়শা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, তৃণমূলের শেখ সালেম মহম্মদের বিরুদ্ধে বিরোধী বামফ্রন্টের আনা অনাস্থা খারিজ হয়ে গেল। মঙ্গলবার ওই তলবি সভা ঘিরে পঞ্চায়েত সমিতি কার্যালয় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু, অনাস্থার চিঠি দেওয়া কোনও সদস্যই না থাকায় কোরাম গঠন হয়নি। স্বভাবতই অনাস্থা খারিজ হয়েছে।

শেখ সালেমের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন পঞ্চায়েত সমিতির বামফ্রন্টের আট ও তৃণমূলের দু’জন সদস্য। এই পঞ্চায়েত সমিতির ২৩টি আসনের মধ্যে গত নির্বাচনে তৃণমূল পেয়েছিল ১৩টি। বামফ্রন্টের ঝুলিতে যায় ৮টি আসন। একটি পায় কংগ্রেস। পরে কংগ্রেসের সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বর্তমানে এই পঞ্চায়েত সমিতিতে তৃণমলের আসন সংখ্যা ১৪। এর মধ্যে বামফ্রন্টের আট সদস্যের সঙ্গে হাত মিলিয়ে দলেরই সহ-সভাপতির বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূলের দুই সদস্য।

কিন্তু অনাস্থা এনেও তাঁদের কোনও সদস্য তলবি সভায় গেলেন না কেন, এ প্রশ্নের উত্তরে সিপিএমের আড়শা জোনাল কমিটির সদস্য মহাদেব কুমার দাবি করেন, ‘‘তৃণমূলের লোকজন জোর খাটিয়ে আমাদের সদস্যদের সভায় যেতে দেয়নি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে বলে আমরা অশান্তির পথে যেতে চাইনি।” সিপিএমের অভিযোগ উড়িয়ে তৃণমূলের আড়শা ব্লকের সভাপতি আনন্দ মাহাতো বলেন ‘‘প্রথম অনাস্থা আনলেও পরে বামফ্রন্ট বুঝতে পেরেছে, প্রস্তাব পাশ করানোর মতো সমর্থন তাদের নেই। তাই মুখ পুড়বে বলে তলবি সভায় যাননি ওদের সদস্যেরা।” বামেদের সঙ্গে অনাস্থায় শরিক হওয়া তাদের দলের দুই সদস্যের বিরুদ্ধে দলীয় স্তরে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE