Advertisement
২৫ এপ্রিল ২০২৪

‘সবাই এক দেখে ভাল লাগছে’

এ দিন বাঁকুড়ার প্রথমে হিড়বাঁধে সভা করেন অভিষেক। পরে জয়পুরের গোকুলনগর স্টেশন সংলগ্ন মাঠে। ঘরে দ্বন্দ্ব। আর বাঁকুড়া কেন্দ্রের প্রার্থীকে ‘বহিরাগত’ বলে বিরোধীদের কটাক্ষ।

হিড়বাঁধের ভুবনডিহি মাঠে প্রার্থীর সঙ্গে। ছবি: শুভেন্দু তন্তুবায়

হিড়বাঁধের ভুবনডিহি মাঠে প্রার্থীর সঙ্গে। ছবি: শুভেন্দু তন্তুবায়

নিজস্ব সংবাদদাতা
হিড়বাঁধ ও জয়পুর শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ০২:৩৩
Share: Save:

গোষ্ঠিদ্বন্দ্বের কথা প্রকারান্তরে বাঁকুড়ার জয়পুরের সভায় মেনে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুব তৃণমূল সভাপতি তথা দলের বাঁকুড়া জেলা পর্যবেক্ষক অভিষেক সোমবার জেলায় দু’টি সভা করেন। জয়পুরের গোকুলনগরের সভার মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘আমাদের মধ্যে মতপার্থক্য ছিল। আজকে সবাই এক হয়ে কাজ করছি দেখে ভাল লাগছে।’’

এ দিন বাঁকুড়ার প্রথমে হিড়বাঁধে সভা করেন অভিষেক। পরে জয়পুরের গোকুলনগর স্টেশন সংলগ্ন মাঠে। ঘরে দ্বন্দ্ব। আর বাঁকুড়া কেন্দ্রের প্রার্থীকে ‘বহিরাগত’ বলে বিরোধীদের কটাক্ষ। লোকসভা ভোটে এই দু’টি ব্যাপার সামাল দিতে হচ্ছে রাজ্যের শাসকদলকে। বাঁকুড়া কেন্দ্রে এ বার তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজ্যের প্রবীণতম মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সোমবার হিড়বাঁধের ভুবনডিহি মাঠের সভামঞ্চ থেকে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘২০০৯ সালে এই জেলা থেকে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে হেরেছিলেন সুব্রতবাবু। তার পরেও জেলায় এসেছেন অন্তত দু’শো বার। মানুষের পানীয় জলের সমস্যা দূর করেছেন।’’ তাঁর কটাক্ষ, ‘‘গত বিধানসভায় সিপিএমের প্রার্থী হয়েছিলেন অমিয় পাত্র। ভোটে হেরে গিয়েছেন। তারপরে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।’’

অভিষেকের মন্তব্য নিয়ে কটাক্ষ করছে বিজেপি। বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার বলেন, ‘‘এর আগে মুনমুন সেনকে জিতিয়েছিল তৃণমূল। তিনি জেলায় সে ভাবে আসেননি। আবার মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাইতে এসেছেন ওঁরা।’’ বাঁকুড়ার সিপিএম প্রার্থী অমিয় পাত্রের বক্তব্য, ‘‘আমি এলাকায় আছি কি না, সেটা জেলার মানুষ ভাল করেই জানেন।’’ হিড়বাঁধের সভায় কয়েক জনের হাতে দলের পতাকা তুলে দেন অভিষেক। দাবি করা হয়েছে, তাঁরা বিজেপি ও সিপিএমের
সমর্থক ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 TMC Abhishek Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE