Advertisement
১৭ জুন ২০২৪

টি-শার্টেই আচরণ বিধি 

এ দিন বৈঠক শেষে প্রত্যেককে একটি করে টি-শার্ট উপহার দেওয়া হয় মহকুমাশাসকের দফতর থেকে।

বিষ্ণুপুর মহকুমাশাসকের অফিসে বৈঠকে ব্লকগুলির নির্বাচন-কর্মীরা। —নিজস্ব চিত্র

বিষ্ণুপুর মহকুমাশাসকের অফিসে বৈঠকে ব্লকগুলির নির্বাচন-কর্মীরা। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা  
বিষ্ণুপুর শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০২:৪০
Share: Save:

বিষ্ণুপুর মহকুমার সব ক’টি ব্লকের নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মীদের নিয়ে বুধবার বৈঠক করলেন মহকুমাশাসক মানস মণ্ডল ও মহকুমা নির্বাচন আধিকারিক। প্রতিটি ব্লকের বিভিন্ন দফতর থেকে প্রায় ২৫ জন কর্মী উপস্থিত হন। আদর্শ আচরণ বিধি লঙ্ঘন, নির্বাচন ব্যয় লঙ্ঘন এবং সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন মহকুমা স্তরের নির্বাচনী আধিকারিকেরা।

এ দিন বৈঠক শেষে প্রত্যেককে একটি করে টি-শার্ট উপহার দেওয়া হয় মহকুমাশাসকের দফতর থেকে। টি-শার্টের সামনে বিষ্ণুপুর টেরাকোটার শিল্প সম্ভারের ছবি রয়েছে। পিছনে লেখা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নির্দেশাবলি— আগ্নেয়াস্ত্র প্রদর্শন, হুমকি, মাদকদ্রব্য বণ্টন, অর্থ বণ্টন, ভুয়ো খবর, বিনামূল্যে ভোটার পরিবহন, দ্রব্য বণ্টন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে খবর পরিবেশন, সাম্প্রদায়িক প্ররোচনামূলক বক্তৃতা ইত্যাদি হলে আইনানুগ ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন।

মহকুমাশাসক (বিষ্ণুপুর) মানস মণ্ডল বলেন, “নির্বাচনী কর্মীরা সকলেই যথেষ্ট সচেতন। তবু নির্বাচন প্রক্রিয়াকে আরও মসৃণ করতে আমরা মহকুমা স্তরে একটি বৈঠক করলাম। কর্মীদের সঙ্গে প্রশ্নোত্তরের মাধ্যমে পুরো বিষয়টি আরও সহজ হয়ে উঠল।’’

তিনি জানান, নির্বাচন কর্মীদের টি-শার্টে নির্বাচনী বিধি নিষেধ ছাপা আছে। সাধারন মানুষ তা দেখে অনেক কিছু জানতে পারবেন।

ইতিমধ্যেই বিভিন্ন ব্লকে নির্বাচনী বিধি মানা হচ্ছে কি না, তা দেখতে সরেজমিনে নেমে পড়েছেন কর্মীরা। ভোট যত এগিয়ে আসবে, ততই সক্রিয় হবেন কর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bishnupur Lok Sabha Election 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE