তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঁকড়ে ধরেছিলেন প্রায় পঁচিশ ফুট উঁচু খুঁটি। সেখানেই প্রায় ১৫ মিনিট ঝুলে রইলেন বছর পঁয়ত্রিশের ঠিকা শ্রমিক। নীচে দাঁড়িয়ে সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করলেন অনেকে। শেষে স্থানীয় এক যুবক খুঁটি বেয়ে উঠে উদ্ধার করেন ওই শ্রমিককে। শুক্রবার সকাল ১০টা নাগাদ আদ্রা স্টেশন সংলগ্ন বাজারের ঘটনা।
ওই জায়গায় বিদ্যুৎ পরিষেবার দায়িত্বে রয়েছে রেল। রেলের একটি সূত্রের খবর, বিদ্যুৎ সংযোগ ছিন্ন থাকা অবস্থায় বিদ্যুতের খুঁটিতে মেরামতির কাজ করছিলেন মনভুলা বাউড়ি নামের আদ্রা শহরের বাসিন্দা ওই ঠিকা শ্রমিক। কিন্তু তিনি জানতেন না কোনও ভাবে তার বিদ্যুৎ পরিবাহী হয়ে গিয়েছে। তারে হাত পড়তেই বিদ্যুতের ঝটকা লেগে খুঁটির উপরেই ঝুলে পড়েন। প্রায় ১৫ মিনিট ওই ভাবে থাকার পরে উদ্ধার করেন স্থানীয় যুবক পেশায় ইলেকট্রিক মিস্ত্রি কুন্দন লাল। মনভুলা এখন আদ্রা রেল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
মনভুলা বলেন, ‘‘আমি ঠিকা শ্রমিক। এ দিন আরও দু’টি খুঁটিতে কাজ করেছি। তৃতীয় খুঁটিতে উঠে কিছুক্ষণ কাজ করার পর ঘটনাটি ঘটে। একটা তার হাত লাগার পরেই বিদ্যুতের ঝটকা লাগে। আমি ঝুলে পড়ি। বাঁচাও-বাঁচাও বলে চিৎকার করতে থাকি।’’ কুন্দনের প্রতিক্রিয়া, ‘‘রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বিদ্যুতের খুঁটির উপরে এক জন বিপজ্জনক ভাবে ঝুলছে। নীচে অনেকে মোবাইলে ছবি-ভিডিয়ো তুলছে। কেউই তাকে নামানোর চেষ্টা করছে না। বিদ্যুৎ সংযোগ নেই শুনে খুঁটিতে উঠেছিলাম।”