Advertisement
১৬ মে ২০২৪

শান্তিনিকেতন ঘুরে অভিভূত মানিক

রবিবার দুপুরে কলকাতা থেকে কবিগুরু এক্সপ্রেসে বোলপুর আসেন তিনি। তাঁকে স্বাগত জানাতে স্টেশনে হাজির ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম ঘোষ, সমীর ভট্টাচার্য প্রমুখ।

সদলবলে। নিজস্ব চিত্র।

সদলবলে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০০
Share: Save:

বামেদের সভায় যোগ দিতে এসে এই প্রথম শান্তিনিকেতনে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

রবিবার দুপুরে কলকাতা থেকে কবিগুরু এক্সপ্রেসে বোলপুর আসেন তিনি। তাঁকে স্বাগত জানাতে স্টেশনে হাজির ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম ঘোষ, সমীর ভট্টাচার্য প্রমুখ। স্টেশনে হাজির হয়েছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্তও। দুপুরে রথীন্দ্র অতিথি গৃহে কিছু ক্ষণ বিশ্রাম নেওয়ার পরে উত্তরায়ণ চত্বর, রবীন্দ্রভবন এবং আশ্রম এলাকা ঘুরে দেখেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মানিকবাবু বলেন, ‘‘শান্তিনিকেতনে আসতে পেরে, বিশ্বভারতী ঘুরে দেখে আমি অভিভূত। এক কথায় বলে বোঝানো যাবে না। আমাকে বারবার এখানে আসতে হবে।” আজ সোমবার সিউড়িতে সিপিএমের জনসভায় যোগ দেওয়ার কথা মানিকবাবুর। তার আগেই তৃণমূলের বিরুদ্ধে সভার পতাকা, ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সাংবাদিকেরা এ নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, “শান্তিনিকেতনের মাটিতে দাঁড়িয়ে এই বিষয়ে চর্চা করা ঠিক হবে না।”

বিশ্বভারতীর পক্ষ থেকে এ দিন তাঁকে দু’টি গ্রন্থ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উপহার দেওয়া হয়। স্বপনবাবু বলেন, “ত্রিপুরার বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্বভারতীর মেলবন্ধন করা নিয়ে মানিকবাবু আগ্রহী। তা নিয়ে নিয়ে আলোচনা হয়েছে।” সিউড়ির সভায় যাওয়ার আগে আজ, সোমবার সকালে বিশ্বভারতীর আমন্ত্রণে শ্রীনিকেতনে মাঘোৎসবেও যোগ দেবেন মানিকবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shantiniketan Manik Sarkar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE