শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথে পিক আপ ভ্যান উল্টে জখম হলেন কমপক্ষে ৩০ জন পুণ্যার্থী। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের আঘাত গুরুতর। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ধানগড়ার কাছে। আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শ্রাবণী মেলা উপলক্ষে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ষাঁড়েশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলেন ওন্দা ব্লকের রানিখামারের জনা চল্লিশ পুণ্যার্থী। সোমবার সকালে শিবের মাথায় জল ঢেলে তাঁরা একটি পিক আপ ভ্যানে চড়ে নিজেদের গ্রামে ফিরছিলেন। পিক আপ ভ্যানটি ধানগড়ার কাছাকাছি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। খবর পেয়ে এলাকায় যান স্থানীয় বাসিন্দারা। তাঁরা প্রাথমিক ভাবে শুরু করেন উদ্ধারকাজ। পরে খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়।
তাপস বাগদি নামে দুর্ঘটনায় আহত এক পুণ্যার্থী বলেন, ‘‘পিক আপ ভ্যানটিতে মহিলা এবং শিশু-সহ আমরা মোট ৪০ জন ছিলাম। পিক আপ ভ্যানটির গতি ছিল মারাত্মক। আচমকাই ধানগড়ার কাছে ভ্যানটি টলমল করতে করতে গিয়ে রাস্তার ধারে উল্টে যায়। আমরা কোনওক্রমে প্রাণে বাঁচলেও কমবেশি সকলেই আহত হয়েছেন।’’