Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Maoist

Maoist: যুব তৃণমূল নেতাকে প্রাণনাশের হুমকি দিয়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার, চাঞ্চল্য ছাতনায়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালেই গ্রামের রাস্তার ধারে ইটের পাঁজার মধ্যে মাওবাদী নামাঙ্কিত ওই দু’টি পোস্টার দেখতে পান স্থানীয়েরা।

মাওবাদীদের কোনও সম্পর্ক নেই বলেই অনুমান পুলিশের।

মাওবাদীদের কোনও সম্পর্ক নেই বলেই অনুমান পুলিশের। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫৬
Share: Save:

এক তৃণমূল নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে ছড়ালো চাঞ্চল্য। বাঁকুড়ার ছাতনা থানার কেন্দুয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। দু’টি পোস্টারে জয়ন্ত দাস নামে তৃণমূলের স্থানীয় এক যুব নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পোস্টার সামনে আসতেই জয়ন্ত ছাতনা থানার দ্বারস্থ হন। নিজের নিরাপত্তা চেয়ে তিনি লিখিত অভিযোগও দায়ের করেছেন পুলিশের কাছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালেই গ্রামের রাস্তার ধারে ইটের পাঁজার মধ্যে মাওবাদী নামাঙ্কিত ওই দু’টি পোস্টার দেখতে পান স্থানীয়েরা। তাতে সাদা কাগজের উপর লাল কালিতে লেখা ‘ জয়ন্ত দাস তোর দিন শেষ। তুই মরবি’। অন্যটিতে লেখা, ‘জয়ন্ত দাস তোর দিন শেষ। সাবধান।’ দু’টিতেই মাওবাদীদের উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জয়ন্ত বলেন, ‘‘আজ সকালে পোস্টারগুলি দেখার পরেই পুলিশকে জানিয়েছি। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা বলতে পারব না। এর আগে এই এলাকায় এমন পোস্টার কোনও দিন পড়েনি। পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে।’’

তৃণমূলের বাঁকুড়া জেলার চেয়ারম্যান শ্যামল সাঁতরা বলেন, ‘‘বিজেপি এখন কোথাও নেই। তাই তারা মাওবাদীদের নামে পোস্টার দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনা তারই ফল।’’

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা। তাঁর পাল্টা অভিযোগ, ‘‘এই পোস্টারের পিছনে রয়েছে তৃণমূলেরই কোনও গোষ্ঠী। কাটমানির ভাগ-বাঁটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরেই তৃণমূলের এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষ মাওবাদীদের নাম করে পোস্টার সাঁটিয়েছে।’’

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের কোনও সম্পর্ক নেই বলেই অনুমান করা হচ্ছে। এর পিছনে স্থানীয় কোনও সমস্যা বা শত্রুতার বিষয় থাকতে পারে বলেও বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maoist poster Death threat tmc leader bankura
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE