Advertisement
১১ মে ২০২৪

ক্লাসে হাজিরায় জোর মন্ত্রীর

বোলপুর কলেজের মানোন্নয়নে পড়ুয়াদের ক্লাসে উপস্থিতির হার বাড়ানোর দিকে জোর দিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী তথা পরিচালন সমিতির সভাপতি চন্দ্রনাথ সিংহ।

নতুন ভবন। —নিজস্ব চিত্র

নতুন ভবন। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৪
Share: Save:

বোলপুর কলেজের মানোন্নয়নে পড়ুয়াদের ক্লাসে উপস্থিতির হার বাড়ানোর দিকে জোর দিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী তথা পরিচালন সমিতির সভাপতি চন্দ্রনাথ সিংহ।

সোমবার কলেজের দোতলা ভবনের উদ্বোধনে এসে এ কথা জানান তিনি। বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে ৩৮ লক্ষ এবং কলেজের নিজস্ব ফান্ডের টাকা মিলিয়ে মোট ৫০ লক্ষ টাকা ব্যয়ে ওই ভবন তৈরি হয়েছে। অনুষ্ঠানে চন্দ্রনাথ বলেন, ‘‘অতীতে বহু পড়ুয়া বিশ্বভারতীতে সুযোগ না পেয়ে এই কলেজে ভর্তি হতেন। তাঁরা দারুণ ফল করে উত্তীর্ণ হতেন। পঠনপাঠনের দিক থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই কলেজের আলাদা সুনাম ছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রাজ্য সরকার যাবতীয় পরিকাঠামো গড়ে তুলবে। কিন্তু পড়ুয়াদেরও ক্লাসে উপস্থিত থাকতে হবে। পরীক্ষায় ভাল ফলও করে দেখাতে হবে।’’ অতীতে ‘নাক’-এর মূল্যায়নে বি গ্রেড পেয়েছে বোলপুর কলেজ। সে কথা মনে করিয়ে মন্ত্রী বলেন, ‘‘শুধু পরিকাঠামো দিয়ে নয়, পড়ুয়াদের উপস্থিতি এবং পরীক্ষার ফলও সমান গুরুত্বপূর্ণ নাক-এর গ্রেড বাড়ানোর ক্ষেত্রে।’’ তাই সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হতে আর্জি জানান মন্ত্রী।

কলেজ সূত্রের খবর, অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পরে এই কলেজের সার্বিক পরিকাঠামো উন্নয়নে তৎপর হন নুরশাদ আলি। কলেজ পরিচালন সমিতিতে আলোচনা থেকে শুরু করে সংশ্লিষ্ট সব মহলে আর্জি জানান তিনি। নুরশাদ বলেন, ‘‘নতুন ভবনের নীচের তলায় থাকছে কলেজ ক্যান্টিন, এনসিসি, এনএসএস, শারীরশিক্ষা, সমবায় বিভাগ। দোতলায় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় স্টাডি সেন্টার এবং তিনটে শ্রেণি কক্ষ থাকবে।’’ এ দিনের ওই অনুষ্ঠানে শুধু বোলপুর কলেজের মানোন্নয়নই নয়, বোলপুর গার্লস স্কুলকেও ঢেলে সাজার জন্য আলোচনা হয়। মন্ত্রীর দাবি, আগামী দিনে বোলপুর কলেজের ওই নতুন ভবন তিনতলা করার চেষ্টা চলছে। চালু হবে স্নাতকোত্তর স্তরের কোর্সও। কলেজে গড়ে তোলা হবে আধুনিক শ্রেণিকক্ষ, সেমিনার হলও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Minister emphasis College Student attendence
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE