সমাজমাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ায়, এক নাবালিকা আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে, অভিযোগ উঠল বীরভূমে। পুলিশ সূত্রে জানা যায়, ওই নাবালিকা একটি চিঠিতে এই ঘটনার জন্য এক যুবককে দায়ী করেছে। মেয়েটির পরিবার থানায় অভিযোগ করার পরে, ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রের খবর, অভিযুক্ত মেয়েটির পূর্বপরিচিত।
পুলিশ জানায়, দশম শ্রেণির ছাত্রী ওই নাবালিকার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে। পরিবার সূত্রের দাবি, শুক্রবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে দেয় সে। খানিক পরে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন পরিবারের লোকজন। তড়িঘড়ি স্থানীয় একটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরিস্থিতির অবনতি হলে একটি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে সিসিইউ-তে রেখে তার চিকিৎসা চলছে।
পুলিশ ও নাবালিকার পরিবার সূত্রে খবর, ওই যুবকের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল। ‘ভিডিয়ো কলে’ বা অন্য কোনও ভাবে নাবালিকার আপত্তিকর ছবি পেয়ে গিয়েছিল যুবক, দাবি মেয়েটির পরিবারের। তাদের অভিযোগ, সম্পর্কে টানাপড়েন শুরু হলে, ওই যুবক ছবিগুলি সমাজমাধ্যমে ছড়িয়ে দেয়।
নাবালিকার বাবার অভিযোগ, ‘‘কিছু দিন ধরেই মেয়ে আনমনা থাকছিল। ওর মা জিজ্ঞাসা করলেও, কিছু জানায়নি। সে দিন গলায় ওড়নার ফাঁস দেয়। চুড়িদারের মধ্যে একটি চিঠি ছিল। চিঠিতে ওই যুবকের নাম উল্লেখ করা ছিল। আমরা থানায় অভিযোগ করি। আমরা চাই, ওই যুবকেরশাস্তি হোক।” পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে। রবিবার ধৃতকে আদালতে তোলা হলে, চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)