Advertisement
০৫ মে ২০২৪

প্রয়াত সন্ন্যাসী

দীর্ঘ অসুস্থতার পরে প্রয়াত হলেন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের সন্ন্যাসী স্বামী আত্মানন্দ। রবিবার রাত ১২টার পরে হঠাৎ-ই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭১ বছর।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ০১:৫৬
Share: Save:

দীর্ঘ অসুস্থতার পরে প্রয়াত হলেন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের সন্ন্যাসী স্বামী আত্মানন্দ। রবিবার রাত ১২টার পরে হঠাৎ-ই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭১ বছর। আশ্রম সূত্রে জানা গিয়েছে, আদতে পুরুলিয়ার আদ্রা শহরের কাছে গগনাবাদ গ্রামের বাসিন্দা তিনি। বিজ্ঞান শাখায় স্নাতক ও আরএমপি ডিগ্রি থাকলেও প্রথম জীবনে বেশ কয়েক বছর সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। দু’দশকেরও বেশি আগে তিনি সব ছেড়ে দিয়ে দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে এসে সেখানকার দাতব্য চিকিৎসালয়ে চিকিৎসক হিসাবে যোগ দেন। কয়েক বছর পরেই সন্ন্যাস নেন। আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ বলেন, ‘‘দাতব্য চিকিৎসালয় থেকে ওঁকে আশ্রম পরিচালিত দুবরাজপুরের প্রথম ইংরেজি মাধ্যম স্কুলের দায়িত্ব দেওয়া হয়েছিল। শেষ দিন পর্যন্ত সেই কাজ তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Monk passed away
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE