Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Nepal Mahato

নেপালের নালিশ

জেলার বেকারদের কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে রবিবার ঝালদা হাইস্কুলে শহর কংগ্রেসের বার্ষিক সম্মেলনের মঞ্চ থেকে কার্যত বিধানসভা নির্বাচনের দামামা বাজালেন নেপালবাবু।

ঝালদা হাইস্কুলে। নিজস্ব চিত্র।

ঝালদা হাইস্কুলে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
ঝালদা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ০২:৫১
Share: Save:

পুরুলিয়ায় সরকারি চাকরিতে শুধু জেলার ছেলেমেয়েদেরই নিতে হবে বলে দাবি তুললেন বাঘমুণ্ডির বিধায়ক তথা পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো।

জেলার বেকারদের কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে রবিবার ঝালদা হাইস্কুলে শহর কংগ্রেসের বার্ষিক সম্মেলনের মঞ্চ থেকে কার্যত বিধানসভা নির্বাচনের দামামা বাজালেন নেপালবাবু। মঞ্চ থেকে তিনি অভিযোগ তোলেন, ‘‘প্রাইমারির শিক্ষক থেকে চতুর্থ শ্রেণির কর্মচারী— প্রতিটি ক্ষেত্রেই বহিরাগতদের এ জেলায় নিয়োগ করে পুরুলিয়ার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্য সরকার। সব কিছু জেনেও নিজেদের পদ হারানোর ভয়ে জেলার তৃণমূল নেতারা মুখে কুলুপ এঁটেছেন।’’ কংগ্রেসের নেতৃত্বের দাবি, জেলায় চাকরিতে যাতে সেই জেলারই ছেলেমেয়েরা কাজ পান, তা নিয়ে বিধানসভায় আইন আনার দাবিতে তাঁরা এ বার আন্দোলনে নামবেন।

নেপালবাবু তৃণমূল সরকারকে ‘কাটমানির সরকার’ বলেও কটাক্ষ করেন। যদিও পুরুলিয়া জেলা তৃণমূলের মুখপাত্র নবেন্দু মাহালির দাবি, ‘‘পুরোটাই ভিত্তিহীন অভিযোগ। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বিধায়ক সংশ্লিষ্ট জায়গায় তা জানাতে পারেন। আসলে বিধানসভা নির্বাচনের আগে এ সমস্ত কথাবার্তা বলে নেপালবাবু বাজার গরম করতে চাইছেন।’’ নেপালবাবু দাবি করেন, ১০ বছর রাজ্য সরকার উন্নয়নের কাজ করেনি। এখন মানুষ সরকারি প্রকল্পের সুবিধার আশায় সব কাজ ছেড়ে শিবিরে গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন। কিন্তু আগামী দিনে তাঁরা এর সুফল না পেলে ওই মানুষদের নিয়েই কংগ্রেস ব্লক অফিস ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকারেরও সমালোচনা করেন নেপালবাবু। মঞ্চে ছিলেন জেলা কংগ্রেসের সহ-সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সদস্য রাজীবকুমার সাহু, জেলা সাধারণ সম্পাদক দেবদুলাল চট্টরাজ প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nepal Mahato congress Jobs Jhalda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE