Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Purulia

পুরুলিয়া থেকে রওনা সোমবার

শুধু সংরক্ষিত টিকিটের যাত্রীরাই ট্রেনে উঠতে পারবেন। সে জন্যই পুরুলিয়া এক্সপ্রেস এবং চক্রধরপুর এক্সপ্রেসকে স্পেশাল মেল/ এক্সপ্রেস বলে উল্লেখ করা হচ্ছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা  
পুরুলিয়া শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ০২:১৬
Share: Save:

সোমবার থেকে চলবে পুরুলিয়া-হাওড়া স্পেশাল এক্সপ্রেস এবং চক্রধরপুর-হাওড়া স্পেশাল মেল/ এক্সপ্রেস। আগে দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছিল, পুরুলিয়া-হাওড়া স্পেশাল ওই দিন বিকেলে হাওড়া থেকে ছাড়বে। শনিবার নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ট্রেনটি ভোর ৫টা ৩০ মিনিটে পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে। আদ্রা, বাঁকুড়া হয়ে হাওড়া পৌঁছবে বেলা ১১টা ২০ মিনিটে। হাওড়া থেকে আবার রওনা হবে বিকেল ৪টে ৫০ মিনিটে। পুরুলিয়া পৌঁছবে রাত ১০টা ১৫ মিনিটে। যাত্রাপথে স্টপ তুলে দেওয়া হয়েছে ঝাঁটিপাহাড়ি ও ওন্দাগ্রাম স্টেশনে। সাঁতরাগাছি স্টেশনে হাওড়া যাওয়ার সময়ে থামলেও পুরুলিয়া ফেরার পথে থামবে না।

চক্রধরপুর-আদ্রা-হাওড়া এবং বোকারো-আদ্রা-হাওড়া ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন হয়েছে। সোমবার চক্রধরপুর থেকে একটি ট্রেন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ছেড়ে পুরুলিয়া হয়ে পৌঁছবে আদ্রায়। ওই দিনই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বোকারো স্টিল সিটি স্টেশন থেকে অন্যটি ছেড়ে ভজুডি হয়ে আদ্রায় পৌঁছবে। সেখানে দু’টি জুড়ে একসঙ্গে হাওড়া পৌঁছবে মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ। হাওড়া থেকে চক্রধরপুর এবং বোকারো যাওয়ার ট্রেন একসঙ্গে ছাড়বে সোমবার রাত ১২টা ৫ মিনিটে। আদ্রায় ভাগ হয়ে একটি পুরুলিয়া হয়ে চক্রধরপুর পৌঁছবে মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে। অন্যটি আদ্রা থেকে ভোজুডি হয়ে বোকারো পৌঁছবে মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে।

রেলের আদ্রা ডিভিশনের এক আধিকারিক জানান, এত দিন পুরুলিয়া এক্সপ্রেস এবং চক্রধরপুর এক্সপ্রেসে অসংরক্ষিত কামরা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা থাকছে না। শুধু সংরক্ষিত টিকিটের যাত্রীরাই ট্রেনে উঠতে পারবেন। সে জন্যই পুরুলিয়া এক্সপ্রেস এবং চক্রধরপুর এক্সপ্রেসকে স্পেশাল মেল/ এক্সপ্রেস বলে উল্লেখ করা হচ্ছে। তবে খড়্গপুর-আদ্রা-গোমো ও খড়্গপুর-আদ্রা-আসানসোল মেল/ এক্সপ্রেস হিসেবে চললেও ট্রেন দু’টিতে অসংরক্ষিত টিকিটের যাত্রীরা ভ্রমণ করতে পারবেন বলে জানানো হয়েছে। মেদিনীপুর-আদ্রা-মেদিনীপুর, আদ্রা-আসানসোল এবং বোকারো-রাঁচী ট্রেন লোকাল হিসেবেই চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Purulia Indian Railways
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE