Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Teacher's Day

শিক্ষক দিবসে ‘গুরু’ বিদ্যুৎকে ফুলের তোড়া পড়ুয়াদের, দেখাই করলেন না উপাচার্য

রবিবার উপাচার্যের বাসভবনের সামনে যান বহিষ্কৃত তিন পড়ুয়া। শিক্ষক দিবসের উপহার হিসাবে তাঁদের হাতে ছিল ফুলের তোড়া।

উপাচার্যের বাড়ির সামনে পড়ুুয়ারা।

উপাচার্যের বাড়ির সামনে পড়ুুয়ারা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ২১:২৭
Share: Save:

টানা ন’দিন ধরে আন্দোলনে উত্তাল বিশ্বভারতী ক্যাম্পাস। দশম দিনে গাঁধীগিরির ছবি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক দিবস উপলক্ষে রবিবার শিক্ষাগুরু তথা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ফুলের তোড়া উপহার দিতে গিয়েছিলেন আন্দোলনকারীরা। যদিও বিদ্যুৎ পড়ুয়াদের দেওয়া ওই উপহার ফিরিয়ে দিয়েছেন। আন্দোলনকারীদের সঙ্গে ছিল পোস্টার। তাতে লেখা ছিল, 'উপাচার্য মহাশয়ের কাছে আবেদন তিনটি ছাত্রজীবনকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করবেন না।'

রবিবার উপাচার্যের বাসভবনের সামনে যান আন্দোলনকারীরা। শিক্ষক দিবসের উপহার হিসাবে তাঁদের হাতে ছিল ফুলের তোড়া। কিন্তু তাঁদের গেটেই আটকে দেন বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষীরা। পড়ুয়ারা নিরাপত্তারক্ষীদের কাছে আবেদন করেন, ‘‘আমরা শিক্ষক দিবসে উপাচার্যকে সংবর্ধনা জানাতে চাই।’’ নিরাপত্তারক্ষীদের মারফত উপাচার্য জানিয়ে দেন, তিনি সংবর্ধনা নেবেন না। এর পর আন্দোলনকারী পড়ুয়ারা গেটের সামনে ফুলের তোড়া নামিয়ে রেখে চলে যান।

আন্দোলনকারীদের অন্যতম রূপা চক্রবর্তী বলেন, ‘‘আমরা মানি শিক্ষা মৌলিক অধিকার। তাই আমরা পোস্টারের মাধ্যমে আমাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার আবেদন জানাই। সেই সঙ্গে শিক্ষক দিবসে উপাচার্যকে সম্মান জানাতে ফুলের স্তবক নিয়ে যাই। কিন্তু তিনি আমাদের সেই উপহার প্রত্যাখ্যান করেছেন। এটা আমাদের খারাপ লেগেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Teacher's Day Viswabharati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE