Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Suri

রাস্তায় ভিড় দেখে কে বলবে লকডাউন!

 শুক্রবারও সিউড়ি টিনবাজার এলাকায় গিয়ে দেখা গেল ভিড় উপে পড়েছে

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ৩০ মে ২০২০ ০৩:৩৬
Share: Save:

করোনা সংক্রমণ বাড়ছে জেলায়। তার পরেও স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে, লকডাউনকে থোড়াই কেয়ার করে অবাধে রাস্তায় ঘুরছেন সাধারণ মানুষ। সিউড়ি শহরের প্রতিদিনের ছবি দেখলে কে বলবে, লকডাউন চলছে! সবচেয়ে বেশি ভিড় হচ্ছে বাজারগুলিতে। প্রায় রোজই থলে হাতে বাজারে বেরোচ্ছেন এক শ্রেণির মানুষ। জানতে চাইলে জবাব মেলে, রোজের টাটকা আনাজ বা মাছ না হলে চলে না!

শুক্রবারও সিউড়ি টিনবাজার এলাকায় গিয়ে দেখা গেল ভিড় উপে পড়েছে। সামাজিক দূরত্ব তো দূরের কথা, অনেকের মুখে মাস্কও নেই। একই চিত্র দেখা গিয়েছে সিউড়ির বড়বাগান, এসপি মোড়, মাদ্রাসা রোড, মসজিদ মোড়-সহ অন্যান্য এলাকায়।

বস্তুত, গত কয়েক দিন ধরেই সিউড়ি শহরের রাস্তায় চোখে পড়ার মতো ভিড় হচ্ছে। কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হচ্ছে। তা ছাড়া, দোকানপাট খুলে যাওয়ায় মানুষ কারণে অকারণে বাড়ির বাইতে বেরোতে শুরু করে দিয়েছেন। জটলাও চোখে পড়ছে।

পুলিশের ভূমিকাও কিছুটা ঢিলেঢালা বলে সচেতন শহরবাসীর দাবি। এ দিন কেবল সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশকে তল্লাশি চালাতে দেখা যায়। মূলত পথচলতি য়াঁদের মুখে মাস্ক নেই, তাঁদের ধরে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suri Social Distancing Coronavirus in West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE