ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে সাঁইথিয়া-বাতাসপুর রেল ষ্টেশনের মাঝে। রেল পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম মহম্মদ আবু (৫৬), বাড়ি সাঁইথিয়া থানার বড়সিজা গ্রমে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা, রাতের কোনও এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃতের স্ত্রী ফিরোজা বিবি বলেন, ‘‘ওই দিন সকালে আমার স্বামী আমোদপুর এলাকায় মেয়ের বাড়ি গিয়েছিলেন। ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে।’’ পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের পর তাঁর পরিবারের লোকজনের হাতে তুলে দেয়। অন্য দিকে, বোমার আঘাতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন সাঁইথিয়ার হরপলসা গ্রামের বাসিন্দা আবদুল সামাল। শনিবার গভীর রাতে বোমা পড়ে তাঁর বাড়ির উঠোনে। আবদুল বলেন, ‘‘উঠোনে শুয়েছিলাম। রাতে কে বা কারা বাড়িতে বোমা ছোড়ে। অন্য প্রান্তে বোমাটা পড়ায় অল্পের জন্য বেঁচে যাই।’’ পুলিশ তদন্ত করছে।