বন্দুক উঁচিয়ে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ঢুকে চিকিৎসক ও নার্সদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ। ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম হানিফ শেখ।
হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি এক রোগীর সঙ্গে দেখা করতে এসেছিলেন ওই যুবক। কিন্তু রোগীকে দেখার সময় পেরিয়ে যাওয়ায় তাঁকে দেখা করতে দেওয়া হয়নি। অভিযোগ, এর পর আচমকাই সিসিইউতে ঢুকে পড়েন ওই যুবক। জোর করে রোগীর সঙ্গে দেখা করতে গেলে তাঁকে বাধাও দেওয়া হয়। সেই সময় বন্দুক উঁচিয়ে ধরেছিলেন যুবক। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসক ও নার্সেরা। তাঁরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। এর পর রাত দেড়টা নাগাদ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের থেকে অভিযোগ পাওয়ার পরেই ওই হানিফকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে শনিবার রামপুরহাট আদালতে হাজির করানো হয়।