Advertisement
০৪ মে ২০২৪

ফোনের ব্যাটারি ফেটে আহত

মোবাইলের ব্যাটারি ফেটে আঙুল উড়ে গেল এক কিশোরের। রবিবার সকালে হুড়া থানার শ্যামনগর গ্রামের ঘটনা। ওই কিশোরের নাম কাঞ্চন রায়। তাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হুড়া শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ০২:১০
Share: Save:

মোবাইলের ব্যাটারি ফেটে আঙুল উড়ে গেল এক কিশোরের। রবিবার সকালে হুড়া থানার শ্যামনগর গ্রামের ঘটনা। ওই কিশোরের নাম কাঞ্চন রায়। তাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান হাতের মধ্যমা ও তর্জনীর কিছুটা অংশ উড়ে যায়। চিৎকার করতে করতে মেঝেতে লুটিয়ে পড়ে ওই কিশোর। তার মা মমতা রায় বলেন, ‘‘সেই সময় আমি সংসারের কাজে ব্যস্ত ছিলাম। কাঞ্চনের চিৎকার শুনে ঘরের মধ্যে ছুটে যাই। গিয়ে দেখি মোবাইলের ব্যাটারি মেঝেতে ছড়িয়ে রয়েছে। ছেলের হাত দিয়ে রক্ত ঝরছে। তাকে সঙ্গে সঙ্গে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাই।’’ খবর পেয়ে পুলিশও গ্রামে তদন্তে যায়। হাসপাতালের শয্যায় শুয়ে কাঞ্চন বলে, ‘‘মোবাইলের ব্যাটারিতে চার্জ দিতে গিয়েছিলাম। তখনই ফেটে যায়। কেন এ ভাবে ব্যাটারিটা ফেটে গেল বুঝতে পারলাম না।’’ যদিও প্রাথমিক পর্যায়ের তদন্ত সেরে এসে পুলিশের দাবি, বাড়িতেই কাঞ্চন মোবাইলের কয়েকটি ব্যাটারি নিয়ে তার জুড়ে আলো জ্বালানোর চেষ্টা করছিল। সেই সময়ই আচমকা একটি ব্যাটারি ফেটে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mobile Batter Injured Blast
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE