গৃহ নির্মাণ প্রকল্পে নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙে পড়ে জখম হল সাত বছরের বালিকা। শনিবার সকালে রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কালিশাড়া মাঠপাড়া এলাকার ঘটনা। মাথায় ও হাতে গুরুতর আঘাত প্রাপ্ত নন্দিনী মাল নামে ওই বালিকাটি বর্তমানে রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে খবর, ৮ নম্বর ওয়ার্ডে কালিসাড়া মাঠপাড়ায় নির্মীয়মান বাড়িটি ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন মালের নামে তৈরি হচ্ছিল। সেক্ষেত্রে স্বপন মালের বাড়ি কীভাবে ৮ নম্বর ওয়ার্ডে হচ্ছিল তার জবাব দিতে পারেনি ৮ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ। প্রিয়নাথবাবু বলেন, ‘‘আমার ওয়ার্ডে বাড়িটি নির্মাণ যে হচ্ছে তা আমার জানা ছিল না। দুর্ঘটনার খবর পেয়ে জখম বালিকাটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।”
উপ-পুরপ্রধান সুকান্ত সরকার বলেন, ‘‘ঘটনার কথা জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’’ এলাকার বাসিন্দাদের অভিযোগ, নিম্ন মালের উপকরণের জন্য দুর্ঘটনা ঘটেছে। জখম বালিকার বাবা মিলন মালের দাবি, ‘‘ঘটনার সময় আমি আমার স্ত্রী, ছেলে কেউ বাড়িতে ছিলাম না। মেয়ে একা বাড়িতে ছিল। ঘটনার খবর পেয়ে দেখি যেভাবে বাড়িটির দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে তাতে আরও দু’জন জখম হওয়ার সম্ভাবনা ছিল।’’