Advertisement
১৮ মে ২০২৪

মুখ্যমন্ত্রীকে চিঠি রোগীর পরিবারের

সপ্তাহ খানেক আগে রামপুরহাট জেলা হাসপাতালে একজন প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসক এবং কর্তব্যরত নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রসূতির পরিবার। সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ঘটনার কোনও তদন্ত হয়নি এমনটাই মনে করছেন মৃতার আত্মীয় পরিজন।

নিজস্ব সংবাদদাতা
মাড়গ্রাম শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০১:৪৩
Share: Save:

সপ্তাহ খানেক আগে রামপুরহাট জেলা হাসপাতালে একজন প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসক এবং কর্তব্যরত নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রসূতির পরিবার। সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ঘটনার কোনও তদন্ত হয়নি এমনটাই মনে করছেন মৃতার আত্মীয় পরিজন। হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তের উপর ভরসা না পেয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন মৃতার পরিবার।

মৃতার আত্মীয় রুপেশ মাল বলেন, ‘‘ঘটনার প্রথম থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের দায়িত্ব পালনে গড়িমসি ভাব দেখাচ্ছেন। এর জন্য ঘটনার দিন আমরা মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে যাইনি। পরের দিন অর্থাৎ ২ অগস্ট রামপুরহাট হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। পরে মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়। শুনেছি হাসপাতাল কর্তৃপক্ষ তিনজন চিকিৎসককে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন। কিন্তু তদন্ত কি পর্যায়ে আছে কিছুই জানতে পারছি না।’’ তিনি বলেন, ‘‘ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করে মুখ্যমন্ত্রী যাতে চিকিৎসার অবহেলার সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক, নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন সেই জন্য তাঁর দ্বারস্থ হয়েছি।’’

রামপুরহাট হাসপাতাল সুপার সুবোধ কুমার মণ্ডল বলেন, ‘‘আমি ছুটিতে আছি। তবে ইতিমধ্যে তদন্ত রিপোর্ট জমা পরেছে কিনা খোঁজ না নিয়ে বলতে পারব না।’’

হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার আলি মোর্তাজা বলেন, ‘‘সুপার কিছু বলে যায়নি। সুপার না আসা পর্যন্ত কি হয়েছে বলতে পারব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hospital CM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE