চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হল তারই স্কুলের প্রধান শিক্ষককে। সোমবার পুরুলিয়ার বলরামপুরের ঘটনা। মঙ্গলবার ওই শিক্ষককে আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বলরামপুর থানার গেড়ুয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, স্কুলের প্রধান শিক্ষক ওই নাবালিকার উপর যৌন নির্যাতন করেন। তাঁদের দাবি, সোমবার স্কুলের মিড ডে মিল খাওয়ার পর ছাত্রীটি যখন থালা রাখতে গিয়েছিল তখন তাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়। বাড়ি ফিরে ওই পড়ুয়া বিষয়টি পরিবারকে জানায়। এর পর বাড়ির লোকজন পুলিশে অভিযোগ দায়ের করেন। সোমবার গ্রেফতার করা হয় ওই প্রধান শিক্ষককে।
আরও পড়ুন:
-
ভোট আসছে! কৃষ্ণনগরে পৌঁছেই ‘কড়া’ বার্তা দিয়ে বৈঠক মমতার, সঙ্গে ‘পদ্ম-বিধায়ক’ মুকুলও
-
এয়ার ইন্ডিয়ায় আবার নিয়োগ! সম্প্রসারণের পরিকল্পনা কতটা? টাটার বিজ্ঞাপনে জল্পনা
-
এয়ার ইন্ডিয়ায় আবার নিয়োগ! সম্প্রসারণের পরিকল্পনা কতটা? টাটার বিজ্ঞাপনে জল্পনা
-
ডেঙ্গির সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে হাওড়া-হুগলিতে, মোকাবিলায় তৎপর শাসক, বিরোধী সব শিবিরই
ধৃতের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ আইন (পকসো)-এ মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, ছাত্রীটির গোপন জবানবন্দি নেওয়া হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুরুলিয়ার পুলিশ সুপার সেলভা মুরুগন বলেন, ‘‘অভিযোগের তদন্ত চলছে।’’