Advertisement
২৭ এপ্রিল ২০২৪

টোটোর প্রতিবাদে

টোটোর দাপটে বোলপুর পুরসভা এলাকায় রিকশা, অটো এবং ট্যাক্সি চালকদের জীবিকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই অভিযোগ বোলপুর পুরসভার পুরপ্রধান সুশান্ত ভকতকে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার আর্জি জানাল চালকদের একাংশ। সুশান্তবাবু বলেন, “রিকশা, অটো ও ট্যাক্সি চালকদের একাংশ এসেছিল। তাঁদের সমস্যার কথা বলেছে। বোর্ড মিটিং-এ আলোচনা করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।”

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:১১
Share: Save:

টোটোর দাপটে বোলপুর পুরসভা এলাকায় রিকশা, অটো এবং ট্যাক্সি চালকদের জীবিকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই অভিযোগ বোলপুর পুরসভার পুরপ্রধান সুশান্ত ভকতকে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার আর্জি জানাল চালকদের একাংশ। সুশান্তবাবু বলেন, “রিকশা, অটো ও ট্যাক্সি চালকদের একাংশ এসেছিল। তাঁদের সমস্যার কথা বলেছে। বোর্ড মিটিং-এ আলোচনা করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।” পুরসভা এলাকায় চারশোর কিছু বেশি টোটো গাড়ি চলছে। অভিযোগ, এই টোটোর সংখ্যা বাড়তে থাকায়, রিকশা, অটো এবং ট্যাক্সি চালকদের রুজিতে টান পড়ছে। অভিযোগ আশেপাশের পঞ্চায়েত এলাকা থেকেও বেশ কিছু টোটো গাড়ি শহরে ঢুকছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Toto auto Bolpur Susanta Bhakat Taxi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE