Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মহিলা ভোটার বাড়িয়ে পদক

ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ নেওয়ায় বিশেষ পুরস্কার পেল পুরুলিয়া জেলা। শুক্রবার জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশন পুরুলিয়া-সহ রাজ্যের ছ’টি জেলাকে পুরস্কৃত করেছে।

পুরস্কারের মঞ্চে। নিজস্ব চিত্র

পুরস্কারের মঞ্চে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা 
রঘুনাথপুর শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০৪:৪৬
Share: Save:

ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ নেওয়ায় বিশেষ পুরস্কার পেল পুরুলিয়া জেলা। শুক্রবার জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশন পুরুলিয়া-সহ রাজ্যের ছ’টি জেলাকে পুরস্কৃত করেছে। ভোটার তালিকায় নাম তুলতে আগ্রহ বাড়াতে স্কুল পড়ুয়াদের নিয়ে ক্লাব গঠন এবং বয়স্ক ভোটারদের বাড়িতে গিয়ে ফর্ম পূরণের উদ্যোগ নেওয়াতেই পুরুলিয়ার এই পুরস্কার প্রাপ্তি বলে জানিয়েছেন জেলার নির্বাচন দফতরের আধিকারিক শিলাদিত্য চক্রবর্তী। জেলা প্রশাসনের তরফে এ দিন কলকাতায় পুরস্কার গ্রহণ করেন অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) ইন্দ্রনীল মুখোপাধ্যায়। পুরস্কার প্রাপ্ত জেলাগুলি হল: মুর্শিদাবাদ, নদিয়া, কালিম্পং, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুর।

জেলা প্রশাসনের দাবি, কিছু বিশেষ উদ্যোগ নেওয়াতেই এ বার কয়েকটি বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটারদের অন্তর্ভুক্তি বেড়েছে। সেই তালিকায় প্রথমেই রয়েছে, রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র। বিডিও (রঘুনাথপুর ১) অনির্বাণ মণ্ডল বলেন, ‘‘এ বছর মহিলা ভোটারদের নাম তোলায় গুরুত্ব দেওয়া হয়েছিল। এই এলাকায় বিয়ের পরে আসা মহিলাদের চিহ্নিত করতে বারবার বুথ লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছেন। সে কারণেই রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটারদের সংখ্যা বেড়েছে।’’

তিনি জানান, গত বছর মহিলা ভোটার ছিল ১ লক্ষ ১৭ হাজার ২৩৮ জন। এ বার তা বেড়ে হয়েছে ১ লক্ষ ২০ হাজার ৩২২ জন। সেই কাজের স্বীকৃতি হিসাবে রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রকে জেলা থেকে পুরস্কৃত করা হয়েছে বলে জানিয়েছেন শিলাদিত্যবাবু। পাড়া বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু প্রধান এলাকাগুলিতে মহিলাদের নাম ভোটার তালিকায় তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ হয়েছে। এই বিধানসভা কেন্দ্রে গত বছর মহিলা ভোটারের সংখ্যা ছিল ১ লক্ষ ৭ হাজার ৪০০। এ বার তা বেড়ে হয়েছে ১ লক্ষ ১০ হাজার ৮৪০।

রঘুনাথপুর মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুদেষ্ণা দে মৈত্র পাড়া বিধানসভার দায়িত্বে রয়েছেন। তিনি জানান, সংখ্যালঘু প্রধান গ্রামের মহিলা ভোটারদের নাম তোলার ক্ষেত্রে এ বছর তাঁরা বিশেষ নজর দিয়েছিলেন। সে জন্য ধর্মীয়স্থানে গিয়ে বিশেষ শিবির করা হয়। তার ফলও মিলেছে। বহু সংখ্যক মহিলা ভোটার, যাঁদের নাম আগে ভোটার তালিকায় ছিল না, এ বার অন্তর্ভুক্ত করা গিয়েছে।

প্রশাসন সূত্রের খবর, জেলায় মহিলা ভোটারের হার বৃদ্ধির গড়ের তুলনায় রঘুনাথপুর মহকুমা এলাকার তিনটি বিধানসভা কেন্দ্রে তা অনেকটাই বেশি। আর তা সম্ভব হয়েছে, নাম তোলার ক্ষেত্রে অভিনব উদ্যোগ নেওয়াতেই। সুদেষ্ণাদেবী বলেন, ‘‘ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে অনেক মহিলারই কিছুটা জড়তা রয়েছে। তাই, আমরা প্রথম থেকেই সেই জড়তা কাটিয়ে তাঁদের নাম তোলার কাজ সুনিশ্চিত করায় জোর দিয়েছিলাম।’’

তিনি জানান, একই সঙ্গে রঘুনাথপুর মহকুমার প্রায় সাড়ে আটশো বুথ ও হাইস্কুলে নাম অন্তর্ভুক্তির জন্য ‘ইলেকট্রোরাল লিটারেসি ক্লাব’ তৈরি করেছিল প্রশাসন। ভোটার তালিকায় নাম তোলার গুরুত্ব সেখানে প্রচার করা হয়। পড়ুয়ারা তা নিয়ে এলাকার মহিলাদের মধ্যেও সচেতনতা তৈরির কাজ করে। এ ছাড়াও গ্রামে গ্রামে ঘুরে সিনেমা দেখিয়ে, কুইজ করে, বির্তকসভার আয়োজন করে সার্বিক প্রচার চালানো হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Award Vtoer List National Voter's day
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE