Advertisement
E-Paper

তিন দিনে তিন কাণ্ড বোলপুরে

এলাকা একই। ঘটনাও প্রায় এক। পরপর তিন দিন তিনটি ছিনতাই-চুরির ঘটনা বোলপুর-শান্তিনিকেতন! মঙ্গলবার ব্যাঙ্ক থেকে টাকা তুলে ছিনতাই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার ছিনতাই। একই ভাবে বাইকের ডিকি ভেঙে, এক ব্যবসায়ীর আড়াই লক্ষ টাকা ছিনতাই হল দিন দুপুরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০২:২৮
মোটরবাইকের এই ডিকি থেকেই ছিনতাই হয়েছে লক্ষাধিক টাকা। বোলপুরে তোলা নিজস্ব চিত্র।

মোটরবাইকের এই ডিকি থেকেই ছিনতাই হয়েছে লক্ষাধিক টাকা। বোলপুরে তোলা নিজস্ব চিত্র।

এলাকা একই। ঘটনাও প্রায় এক। পরপর তিন দিন তিনটি ছিনতাই-চুরির ঘটনা বোলপুর-শান্তিনিকেতন!

মঙ্গলবার ব্যাঙ্ক থেকে টাকা তুলে ছিনতাই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার ছিনতাই। একই ভাবে বাইকের ডিকি ভেঙে, এক ব্যবসায়ীর আড়াই লক্ষ টাকা ছিনতাই হল দিন দুপুরে। একই ব্যাঙ্ক থেকে টাকা তোলেন ওই ব্যবয়ায়ী। এ ক্ষেত্রও অজ্ঞাত পরিচয় দুই মোটরবাইক আরোহীর বিরুদ্ধেই অভিযোগ। তবে এ বার ঘটনাস্থল শান্তিনিকেতনের শ্যামবাটি বাজার।

পুলিশ জানিয়েছে, এ দিন সিঙ্গি দাসপাড়ার বাসিন্দা ব্যবসায়ী শেখ রেজাউলের বাইকের ডিকি ভেঙে আড়াই লক্ষ টাকা ছিনতাই হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রেই, ঘটনাস্থলে হাজির হন বোলপুরের এসডিপিও অম্লানকুসুম ঘোষ, বোলপুর থানার আইসি শেখ ফিরোজ হোসেন-সহ বোলপুর শান্তিনিকেতনের অন্যান্য পুলিশ অফিসারেরা। খতিয়ে দেখা হয় আশেপাশে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই বাজারের দোকানদারেরা তথা ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে এ দিন কথা বলছে পুলিশ।

মঙ্গলবার ইলামবাজারের এক ঠিকাদারের ডিকি ভেঙে শ্রীনিকেতন রোডে টাকা ছিনতাই হয়। পরের দিনই পরিচারিকার সাইকেল চুরি হয় বোলপুরের চিত্রা মোড়ে। আর এ দিন বৃহস্পতিবার, ব্যবসায়ীর টাকা ছিনতাই হল শ্যামবাটি বাজার থেকে। দিনের বেলায় বাজার এলাকায় পর পর এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত শহরের বাসিন্দারা। ঘটনা হল, সাম্প্রতিক কালে ঘটা কোনও চুরি-ছিনতাইয়ের কিনারা না হওয়ায় কপালে ভাঁজ জেলা পুলিশের কর্তাদের। স্থানীয়দের অভিযোগ, পুলিশকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক এমন ঘটনা ঘটছে শহরে। অথচ পুলিশ ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে। অবিলম্বে শহরের স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দাবি তুলেছেন তাঁরা। শান্তিনিকেতনের রতনপল্লির বাসিন্দা এক অধ্যাপক বলেন, ‘‘অবসর জীবন একটু শান্তিতে কাটাব বলে এখানে পাকাপাকি ভাবে থাকতে চলে এসেছিলাম। এলাকায় দিন দিন যা সব ঘটনা ঘটছে বাইরে বের হতে ভয় লাগে। ব্যাঙ্কে গেলে, আতঙ্কে থাকি। এই বুঝি কেউ ব্যাগ ছিনিয়ে নেবে।’’

পুলিশ জানিয়েছে, বোলপুর থানার সিঙ্গি দাসপাড়ার বাসিন্দা, পেশায় কীটনাশকের ব্যবসায়ী শেখ রেজাউল বোলপুরের সুপার মার্কেট এলাকার একটি ব্যাঙ্ক থেকে তিন লক্ষ টাকা তোলেন। রেজাউল বলেন, ‘‘ওই ব্যাঙ্ক থেকে দুপুরে একটা চল্লিশ নাগাদ তিন লক্ষ টাকা তুলে, ৫০ হাজার টাকা ট্রাক্টরের কিস্তি জমা দিই। শ্যামবাটি বাজারে ফোন ঠিক করার জন্য গিয়েছিলাম। মোবাইলের দোকানে ফিরে দেখি ডিকি ভাঙা। টাকা নিয়ে পালিয়েছে। পাঁচ মিনিটেরও কম সময়ের মধে সব শেষ।’’

শ্যামবাটি বাজারের স্থানীয় দোকানদার সুব্রত পাসোয়ান, সঞ্জিত পাসোয়ান ও স্থানীয় বাসিন্দা পরিতোষ ঝা’রা জানান, শেখ রেজাউল গাড়ি রেখে দোকানে উঠেছেন। তার পরেই বাইকে সওয়ার দুই যুবক এসে গাড়ির পাশে দাঁড়ায়। এবং দ্রুত গতিতে পালায়। উল্লেখ্য, মঙ্গলবার একই ব্যাঙ্কের শাখা থেকে ৮ লক্ষ টাকা তুলে শ্রীনিকেতন রোডের একটি দোকান থেকে ওষুধ কেনার সময়ে বাইকের ডিকি ভেঙে টাকা হাতিয়ে নিয়েছিল। জেলা পুলিশের এক কর্তা জানান, পর পর দুটি ঘটনাতেই একই ব্যাঙ্কের শাখা থেকে টাকা তোলার কথা উঠে আসছে। সময়ও দুপুরের দিকে। ছিনতাইকারীরা ওই এলাকায় কী ভাবে থাকছে এবং টাকা তলার খবর কী ভাবে তাঁদের কাছে পৌঁছছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

Police robbery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy