আবাস যোজনায় উপভোক্তাদের কাছ থেকে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগে সরগরম রাজ্যের বিভিন্ন জায়গা। তার আঁচ লেগেছে রঘুনাথপুর শহরেও। এখানেও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে পোস্টারও পড়েছিল কিছুদিন আগে। এ বার তাই বাড়তি সতর্কতা নিয়ে রঘুনাথপুর পুরসভা শিবির করে আবাস যোজনার উপভোক্তাদের হাতে চেক তুলে দিল। ‘সকলের জন্য বাড়ি’ প্রকল্পে বৃহস্পতিবার ৪৮৬ জন উপভোক্তাকে চেক দেওয়া হয়েছে। অতীতে এই প্রকল্পে এ ভাবে শিবির করে চেক দেওয়া হয়নি পুরসভায়।
এ দিনের শিবির যে তাঁদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার উদ্দেশেই, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ‘‘আবাস যোজনায় দুর্নীতি হয়েছে বলে ভিত্তিহীন অভিযোগ তুলে বিজেপি রঘুনাথপুরে অশান্তি তৈরির চেষ্টা করছে। তাই আমরা সবার সামনে পুরসভায় শিবির করে উপভোক্তাদের হাতে চেক তুলে দিয়েছি।” ভবেশের সংযোজন: পুরসভায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তাতে উপভোক্তাদের ছবি উঠেছে। তাঁর দাবি, ওই ছবি দেখলেই বিজেপি নেতারা বুঝতে পারবেন, দারিদ্র সীমার নীচে বসবাস করা যোগ্য উপভোক্তারাই আবাস যোজনার সুবিধা পেয়েছেন।
‘কাটমানি’-বিতর্কে রঘুনাথপুরে বিক্ষোভ না হলেও আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, কাটমানি নেওয়া হয়েছে— এমনই অভিযোগ তুলে কিছু দিন আগে বিজেপির নামাঙ্কিত পোস্টার পড়েছিল। বিজেপির দাবি, তারা পোস্টার দেয়নি।