মল্লারপুর, লাভপুরে বিস্ফোরণে কেঁপেছে জেলা। ছড়িয়েছে আতঙ্ক। ঠিক এমনই সময় রামপুরহাট থানার বড়জোল, রদিপুর এলাকা থেকে প্রচুর বিস্ফোরকের হদিস মিলল।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঝাড়খণ্ড সীমানাঘেঁষা বীরভূমের ওই দু’টি গ্রামে মেলে বিস্ফোরক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিলেছে ২৪৮ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট এবং ৪২ হাজার ডিটোনেটর। ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। জেলা পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন, ‘‘ওই সব বিস্ফোরক কী কারণে, কারা মজুত করেছিল তা জানতে তদন্ত চলছে।’’ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরকগুলি যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে মল্লারপুরের দূরত্ব ১৫ কিলোমিটার। ঝাড়খণ্ড সীমানা ১৫-২০ কিলোমিটার দূরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়জোল ও রদিপুর গ্রামের মাঝামাঝি এলাকায় পাঁচটি জায়গা থেকে মিলেছে ওই বিস্ফোরক। সব থেকে বেশি বিস্ফোরক উদ্ধার হয়েছে একটি কালভার্টের নীচে। বাকি বিস্ফোরক লুকোনো ছিল রদিপুর গ্রাম সংলগ্ন ক্যানালের তিনটি জায়গা এবং মাঠে।