গ্রামের নাম ‘ভূল’। ভুল নয়, ঠিকই পড়েছেন। আর এই নাম নিয়েই নিত্য অস্বস্তির কাঁটায় বিদ্ধ পুরুলিয়া এক নম্বর ব্লকের ডিমডিহা গ্রাম পঞ্চায়েতের ‘ভূল’ গ্রামের বাসিন্দারা। এমন নাম নিয়ে পথেঘাটে, অফিস-কাছারিতে নিত্য খোঁচায় বিদ্ধ হয়ে ভূলবাসীর একাংশ চাইছেন গ্রামের নামটাই বদলে ফেলতে।
নামে কী আসে যায়? গোলাপকে যে নামেই ডাকুন...। শেক্সপিয়রের এই উক্তি এর বেশি আর শুনতে নারাজ ‘ভূল’ গ্রামের বাসিন্দাদের একাংশ। বরং গ্রামের নাম নিয়ে প্রশ্ন উঠলেই বিরক্তি-ক্ষোভ এমন নানা আবেগের মিশেল ভিড় করছে তাঁদের মুখে। ভাঁজ ফেলছে কপালেও। হাজার চারেকের কিছু বেশি মানুষের বাস পুরুলিয়ার ওই গ্রামে। সেখানে রয়েছে দু’টি প্রাথমিক বিদ্যালয়, চারটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু গ্রামের নাম নিয়ে অস্বস্তি নিয়ে যেন লেগেই রয়েছে।
ওই গ্রামেরই বাসিন্দা জ্ঞানেশ মেহতা। পেশায় শিক্ষক। গ্রামের নাম নিয়ে প্রশ্ন শুনে কিছুটা বিরক্ত হয়েই বললেন, ‘‘গ্রামের নাম নিয়ে চরম দুর্ভোগে পড়েছি। তখন ১৯৭৩ সাল। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম তখন। সেখানে আমদের গ্রামের নাম শুনে অনেকে হাসাহাসি করত। এখনও অফিসকাছারিতে গেলে একই সমস্যার সম্মুখীন হতে হয়।’’ তাঁর বক্তব্য, ‘‘যদি কোনও ভাবে গ্রামের নামটা বদলে ফেলা যায় ভাল হয়। এমন হলে আমরা প্রস্তাব এনে প্রশাসনের দ্বারস্থ হতে চাই।’’