Advertisement
E-Paper

চোলাই বন্ধ করতে পিন্টুর গল্প নিয়ে পথে-পথে

নাটকে এসেছে সংগ্রামপুরে চোলাই খেয়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনাও। চোলাইয়ে শুধু শরীর খারাপ হয় তাই নয়, মানুষের জীবনহানিও হতে পারে।

প্রশান্ত পাল

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ০০:৫৫
জমজমাট: চলছে অভিনয়। নিজস্ব চিত্র।

জমজমাট: চলছে অভিনয়। নিজস্ব চিত্র।

ছেলেকে মানুষ করতে পারেননি। অবসরপ্রাপ্ত শিক্ষক দাদুর ইচ্ছে, নাতিটা অন্তত মানুষ হোক। তাঁর নজর, নাতির লেখাপড়ায় যেন কোনও খামতি না থাকে। তাই ব্যাঙ্ক থেকে পেনশন তুলে নাতির টিউশনের টাকাটা আলাদা করে তুলে রেখেছিলেন। কিন্তু সেই টাকা হাতিয়েই এক বন্ধুর পাল্লায় চোলাইয়ের ঠেকে হাজির হয় অবসরপ্রাপ্ত শিক্ষকের ছেলে পিন্টু। গ্রামে পুকুকের ধারে তালতলায় এলাকার পরিচিত চোলাইয়ের ঠেক। যাদের সেখানে নিয়মিত যাতায়াত, তাদের সচরাচর কেউ ঘাঁটাতে সাহস পান না। সেখানেই পিন্টুর ঠেক।

হাটে বাটে এ ভাবেই টান টান গল্পের মোড়কে চোলাই মদের বিরুদ্ধে পথ নাটকের মাধ্যমে মানুষজনের কাছে বার্তা পৌঁছে দিতে শুরু করেছে পুরুলিয়া জেলা আবগারি দফতর। নাটকের নাম ‘উপলব্ধি’।

নাট্যকার সুদিন অধিকারীর কথায়, ‘‘ছেলের টিউশনের টাকায় পিন্টু মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এলাকার যে যুবকের কাছে ওই অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রদ্ধার পাত্র, তিনিই পিন্টুকে হাসপাতালে ভর্তি করিয়ে সুস্থ করে ফেরত আনেন। সে যাত্রায় বেঁচে যাওয়ায় পিন্টুর উপলব্ধি হয়, তিনি বিপথে চলে গিয়েছেন।’’

তিনি জানান, নাটকে এসেছে সংগ্রামপুরে চোলাই খেয়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনাও। চোলাইয়ে শুধু শরীর খারাপ হয় তাই নয়, মানুষের জীবনহানিও হতে পারে। সে কথাই তুলে ধরা হয়েছে নাটকে। সুদিনবাবু এই নাটকের পরিচালকও। তিনি বলেন, ‘‘২৫ মিনিটের নাটক। প্রথমে ভেবেছিলাম এতটা সময় রাস্তায় দাঁড়িয়ে লোকজন নাটকটা দেখবেন কি না। কিন্তু মানভূমের কথ্য ভাষায় ‘উপলব্ধি’ হাটে হাটে খুব গ্রহণযোগ্য হয়েছে।’’ তাঁর দাবি, নাটক দেখার পরে মানুষজনকে বলতে শোনা গিয়েছে, চোলাই খাওয়া এতটা ক্ষতিকারক অনেকে সেই ব্যাপারটা জানতেন না।

ইতিমধ্যে বান্দোয়ান, কুইলাপাল, বোরো, ঝালদা, বলরামপুর, তালতলা, বড়টাঁড়, উরমা, কাশীপুর, চরলা-সহ বিভিন্ন হাটে অভিনীত হয়েছে নাটকটি। জেলা আবগারি দফতরের আধিকারিক সিদ্ধার্থ সেন বলেন, ‘‘নাটকের মাধ্যমে সচেতনতার বার্তা নিয়ে মানুষের কাছে অনেক বেশি পৌঁছানো যায়। ওই নাটক দেখে সবার উপলব্ধি হলেই চোলাইয়ের বিপজ্জনক কারবার বন্ধ হয়ে যাবে।’’

Road Drama Awareness Hooch Purulia District Excise Department
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy