Advertisement
০৪ মে ২০২৪

ভাইরাস আক্রান্ত হয়ে ঘুম নেই স্কুলের!

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। হাতে মাত্র আর ৬ দিন সময় বাকি। তার মধ্যেই জমা দিতে হবে চাহিদা মাফিক অর্থ। নাহলে উড়ে যাবে সমস্ত তথ্য ভাণ্ডার।

নিজস্ব সংবাদদাতা
সাঁইথিয়া শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ১৬:৩০
Share: Save:

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। হাতে মাত্র আর ৬ দিন সময় বাকি। তার মধ্যেই জমা দিতে হবে চাহিদা মাফিক অর্থ। নাহলে উড়ে যাবে সমস্ত তথ্য ভাণ্ডার।

দুশ্চিন্তায় রাতের ঘুম উবে গিয়েছে সাঁইথিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক অরুণকুমার দাসের। স্কুল এবং স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকালে ওই স্কুলের মূল কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত হয়ে পড়ে। তারপর থেকেই দুশ্চিন্তায় পড়ে স্কুল কর্তৃপক্ষ। কারণ ওই কম্পিউটারেই রয়েছে স্কুলের যাবতীয় তথ্য ভাণ্ডার। কিন্তু ভাইরাস আক্রান্ত হওয়ার পরে থেকেই সেটি আর খুলছে না। কেবল স্কিনে ৩০০ ডলার জমা দেওয়ার বার্তা ভেসে উঠেছে। ২৩ মে’র মধ্যে প্রার্থিত ডলার জমা না হলে সমস্ত তথ্য উড়ে যাওয়ারও হুমকি প্রর্দশিত হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক অরুণকুমার দাস বলেন, ‘‘ওই কম্পিউটারেই স্কুলের সমস্ত তথ্য রয়েছে। তার উপরে কালই প্রায় ২৬ হাজার টাকা খরচ করে একটি স্কুল সফটওয়ারও লোড করা হয়েছে। এখন যদি সব উড়ে যায় তাহলে খুব সমস্যা হবে। তবে আমরা কোথাও কোনও ডলার জমা দেব না বলেই ঠিক করেছি। পুলিশকে ঘটনার কথা জানানো হয়েছে।’’ পুলিশ জানায়, বিষয়টি সাইবার ক্রাইম দমন শাখা এক্তিয়ার ভুক্ত। তাঁদের দৃষ্টি আর্কষণ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

School computer hacked
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE