‘জীবনধারা’ নামের বোতলবন্দি পানীয় জল বাজারে আনল একটি স্বনির্ভর দল। বাজার চলতি পানীয় জলের থেকে অনেক কম দামে পরিশ্রুত এই পানীয় জল মানুষের তেষ্টা মেটাবে বলে আশাবাদী প্রশাসনের কর্তারা। বৃহস্পতিবার থেকেই কাশীপুরে মনোরমা স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে তার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে।
স্বনির্ভরতার লক্ষ্যে এই গোষ্ঠীর সদস্যেরা ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের রেল যাত্রীদের বাহাবা কুড়িয়েছেন। জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প দফতরের আধিকারিক অমল আচার্য জানান, এই স্বনির্ভর গোষ্ঠীই পূর্বাঞ্চলে প্রথম আইআরসিটিসি-র সঙ্গে যুক্ত হয়ে রেল যাত্রীদের চাহিদা মতো খাবার সরবরাহ করছে। তাঁদের রান্না করা ঘরোয়া খাবার যাত্রীদের প্রশংসাও কুড়োচ্ছে। পরিশ্রুত পানীয় জলের চাহিদার বিষয়টি মাথায় রেখে এই গোষ্ঠীই এ বার মানুষজনের কাছে পানীয় জলও পৌঁছে দেবে। জানা গিয়েছে, ২০ লিটার পরিশ্রুত পানীয় জলের দাম থাকবে ১৫ থেকে ২০ টাকার মধ্যে। এই পরিষেবার উদ্বোধন করে বিধায়ক স্বপন বেলথরিয়া বলেন, ‘‘এই এলাকায় নানা অনুষ্ঠান-সহ বিভিন্ন ক্ষেত্রে পরিশ্রুত পানীয় জলের চাহিদা রয়েছে। আর সেই জল যদি কম দামে মেলে তবে তো কথাই নেই।’’ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের এমন চেষ্টায় খুশি কাশীপুরের বিডিও মানসী ভদ্র। মনোরমা স্বনির্ভর গোষ্ঠীর হীরা সূত্রধর, বুলু দাস, পম্পা চট্টোপাধ্যায়রা জানাচ্ছেন, এখন থেকেই অর্ডার পেতে শুরু করেছেন।