Advertisement
১৮ মে ২০২৪

কন্যাশ্রীদের নিয়ে শুটিং

কন্যাশ্রী সুবিধা পাওয়া ছাত্রীরা বাস্তব জীবনে কতটা সচেতন এবং অন্যকে সচেতন করার লক্ষ্যে তাদের দক্ষতা কতটা, তার নজির তুলে ধরতে শুটিং হল। বুধবার মানবাজার ১ ব্লকের কিসান মান্ডি চত্বর ছবির লোকেশন হিসেবে বেছে নিয়ে দৃশ্যগ্রহণ করা হয়।

প্রচারে: মানবাজারের কিসান মান্ডিতে। নিজস্ব চিত্র

প্রচারে: মানবাজারের কিসান মান্ডিতে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মানবাজার শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৮ ০৮:১০
Share: Save:

কন্যাশ্রী সুবিধা পাওয়া ছাত্রীরা বাস্তব জীবনে কতটা সচেতন এবং অন্যকে সচেতন করার লক্ষ্যে তাদের দক্ষতা কতটা, তার নজির তুলে ধরতে শুটিং হল। বুধবার মানবাজার ১ ব্লকের কিসান মান্ডি চত্বর ছবির লোকেশন হিসেবে বেছে নিয়ে দৃশ্যগ্রহণ করা হয়।

বিডিও (মানবাজার ১) নীলাদ্রি সরকার বলেন, ‘‘এ দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মানবাজারে এসে কন্যাশ্রী ছাত্রীদের সচেতনতা বার্তার উপরে কাজ ক্যামেরাবন্দি করেন। রাজ্যের বিভিন্ন জেলায় কন্যাশ্রী ছাত্রীদের কাজের দক্ষতাকে তুলে ধরতে বিভিন্ন ব্লক এলাকা থেকে এমন দৃশ্য তোলা হচ্ছে। শুনেছি এ নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি করা হবে।’’

বুধবার সকালে স্বপন সুব্রত হাইস্কুলের ছাত্রীরা কিসান মান্ডি চত্বর এলাকায় আনাজের বাজারে ক্রেতা ও বিক্রেতাদের কাছে পরিবেশ দূষণের কুফল ব্যাখ্যা করে। প্লাস্টিক বর্জন করে পচনশীল দ্রব্য ব্যবহারের উপরে জোর দেওয়ার কথা বলে। মানবাজার মহকুমা ও ব্লক প্রশাসনের উদ্যোগে আনাজ বাজারে এর আগে কয়েকবার প্লাস্টিক বিরোধী অভিযান শুরু হয়েছিল।

ছাত্রীরা এ দিন ক্রেতাদেরও প্লাস্টিক ব্যবহারে নিষেধের অনুরোধ জানায়। এ দিন দৃশ্যায়নের সময় মানবাজার মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমাণি উপস্থিত ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kanyashree Shooting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE