Advertisement
১১ জুন ২০২৪

ভোটের টুকিটাকি

হঠাৎ আঁধার: নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক নরেন্দ্র চৌহানকে নিয়ে সার্কিট হাউসের কর্মীরা তখন ভারী ব্যস্ত। নিশ্বাস ফেলার সময়টুকুও নেই। এমন সময় হঠাৎই লোডশেডিং। পর্যবেক্ষক কী ভাববেন, ভেবে তখন ঘাম জমেছে কর্মীদের কপালে। একে তাকে হাঁকডাক করে জেনারেটর চালিয়ে পরিস্থিতি সামলালেন।

বাঁকুড়া
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০১:৩১
Share: Save:

হঠাৎ আঁধার
নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক নরেন্দ্র চৌহানকে নিয়ে সার্কিট হাউসের কর্মীরা তখন ভারী ব্যস্ত। নিশ্বাস ফেলার সময়টুকুও নেই। এমন সময় হঠাৎই লোডশেডিং। পর্যবেক্ষক কী ভাববেন, ভেবে তখন ঘাম জমেছে কর্মীদের কপালে। একে তাকে হাঁকডাক করে জেনারেটর চালিয়ে পরিস্থিতি সামলালেন। তাতে মান বাঁচলেও ধেয়ে এল কটাক্ষ। জেলা বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অ্যাবেকার নেতা তথা বাঁকুড়া কেন্দ্রের এসইউসি-র প্রার্থী স্বপন নাগ এই ঘটনা শুনে বলেন, “ও তা হলে দিদি (মুখ্যমন্ত্রী) দাবি করলেও লোডশেডিং বন্ধ হয়নি!’’ যোগ করলেন, ‘‘রাজ্যের আঁধার ঘোঁচাতেই এ বার আমরা টর্চ প্রতীকে লড়ছি।”

গরুর গাড়ি
সোমবার শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিলেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। মনোনয়ন জমা দিয়ে প্রার্থীর দাবি তিনিই জিতছেন। যুক্তি দেন, ‘‘এ দিনের মিছিলে বিজেপি কর্মীদের ভিড়ে শহরের রং গেরুয়া হয়ে গিয়েছিল। সে ঘটনাই জানান দিচ্ছে মানুষ আমাদের সঙ্গে।” শুনে তৃণমূলের এক নেতার কটাক্ষ, “এখনই তো ওরা আনন্দ করে নিক। ভোট বাক্স খুললে তো ওদের আর খুঁজেই পাওয়া যাবে না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE