পুরভোটে জেলাজুড়ে গণ্ডগোলের আশঙ্কায় টহলদারি বাড়াল জেলা পুলিশ। জেলার চার শহরের বাইরের বিভিন্ন রাস্তায় চলছে চেকিং। চলছে ধরপাকড়ও। জেলায় স্পর্শকাতর বুথগুলি চিহ্নিত করে, এালাকায় এলাকায় শুরু হয়েছে নজরদারি।
জেলা সদর সিউড়িতে ৬৪টি বুথের মধ্যে এক তৃতীয়াংশ বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে পুলিশ-প্রশাসন। যার মধ্যে ১৫, ৩, ১৬, ১৭, ১১, ৫-এর মতো বুথগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে খবর। সব দিক ভেবেই আলাদা করে নজর রাখা হবে বুথগুলিতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভোটের দিন সাঁইথিয়ার বেশ কয়েকটি এলাকায় গণ্ডগোল হওয়ার সম্ভবনা রয়েছে। তাই সতর্কতা হিসাবে পুলিশ আগাম ব্যবস্থা হিসাবে কয়েকদিন আগে থেকেই শহরের বাইরে বিভিন্ন রাস্তা-সহ এলাকায় নজরদারি শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে শহরজুড়ে রুটমার্চ করেছে তারা। পুলিশ সূত্রে জানা গেছে, ২, ৩, ৬, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে ভোটের আগের রাত্রি থেকেই গণ্ডগোল হওয়ার আশঙ্কা আছে। এই সব ওয়ার্ড ছাড়াও আরও কয়েকটি ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় ও বুথে অশান্তি হতে পারে। শহরের ১৬টি ওয়ার্ডে মোট বুথের সংখ্যা ৪১। পুলিশের তরফে এই ৪১টি বুথের মধ্যে ১৭টি বুথকে অতি স্পর্শকাতর ও ১২টি বুথকে স্পর্শকাতর হিসাবে ঘোষণা করা হয়েছে। বাকি ১২টি বুথকে স্বাভাবিক বলা হয়েছে।