Advertisement
২৬ এপ্রিল ২০২৪
বরাবাজারের ধেলাৎ-বামু পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব
CPI(Maoist)

CPI(maoist): মাওবাদী নামাঙ্কিত পোস্টার, জলঘোলা

মঙ্গলবার রাতে ওই এলাকা-সহ আশপাশে মাওবাদী নামাঙ্কিত বেশ কিছু পোস্টার পাওয়া যায়।

বিতর্কের কেন্দ্রে।

বিতর্কের কেন্দ্রে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
বরাবাজার শেষ আপডেট: ২১ অগস্ট ২০২১ ০৬:৪০
Share: Save:

তৃণমূলের সদস্যদের সঙ্গে বিজেপির দুই সদস্য বরাবাজারের ধেলাৎ-বামু পঞ্চায়েতের নির্দল প্রধানের বিরুদ্ধে বৃহস্পতিবার অনাস্থার আবেদন জমা করেন। আর ঠিক তার পরদিন, শুক্রবার তৃণমূলকে সমর্থন জানালে বিজেপির পঞ্চায়েত সদস্যদের স্বামীর হাত কেটে নেওয়ার হুমকি দেওয়া মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ল বরাবাজারের বদলডি মোড়ে। যদিও প্রাথমিক তদন্তের পরে পুলিশের দাবি, ওই পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের পোস্টারের মিল পাওয়া যায়নি। পুরুলিয়ার জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগন বলেন, ‘‘ঘটনার তদন্ত চলছে।’’

সম্প্রতি বরাবাজারেরর বেড়াদা পঞ্চায়েতের বিজেপির প্রধান তৃণমূল যোগদান করেন। তার পরেই গত মঙ্গলবার রাতে ওই এলাকা-সহ আশপাশে মাওবাদী নামাঙ্কিত বেশ কিছু পোস্টার পাওয়া যায়। তাতে তৃণমূল কর্মীদের সতর্ক করে হুমকি দেওয়া হয়। এ বার ধেলাৎ-বামু পঞ্চায়েতের অনাস্থার আবেদন জমা পড়ার পরে মাওবাদী নামাঙ্কিত এই পোস্টার ঘিরে শোরগোল পড়েছে এলাকায়।

বরাবাজার ব্লক তৃণমূল সভাপতি লম্বোদর মাহাতো বলেন, ‘‘দিদির উন্নয়নে যোগ দিতে বিজেপি-সহ বিভিন্ন দল থেকে তৃণমূলে লোকজন আসছেন। কয়েকদিন আগে বেড়াদা পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরে ওই এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার পাওয়া গেল। এ বার ধেলাৎ-বামু পঞ্চায়েতে অনাস্থার আবেদন জমা পড়েছে। সেখানকার বিজেপির দু’জন সদস্য আগামী দিনে তৃণমূলে যোগদানের কথা জানিয়েছেন। সে কারণেই ভয় দেখাতে এ ধরনের পোস্টার ছড়ানো হচ্ছে। এর পিছনে বিজেপির লোকজনই জড়িত।’’

যদিও বরাবাজার ১ মণ্ডলের বিজেপি সভাপতি অক্ষয় মাহাতো দাবি করেন, ‘‘এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়। পুলিশ তদন্ত করে দেখুক। ওই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগে আমরাও স্মারকলিপি দিয়েছি। কিন্তু তাঁর অপসারণের জন্য আমরা তৃণমূলের হাত ধরব না।’’

বরাবাজার ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধেলাৎ-বামু পঞ্চায়েতে ১০টি আসন রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপি চারটি করে আসনে জয়ী হয়। নির্দলের দু’জন জেতেন। দুই নির্দল সদস্যকে নিয়ে পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি। প্রধান হন নির্দল, উপপ্রধান বিজেপির। শুক্রবার বিজপির দুই সদস্য ও তৃণমূলের চার সদস্য পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থার আবেদন জমা করেন।

বিডিও (বরাবাজার) মাসুদ রাইহান বলেন, ‘‘ওই পঞ্চায়েতের অনাস্থার আবেদন জমা পড়েছে। তাতে ছয় সদস্য স্বাক্ষর করেছেন। নিয়ম মেনে, পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPI(Maoist) TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE