স্কুলের পথে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল এক স্কুলছাত্র। বিষ্ণুপুর কৃত্তিবাস মুখার্জী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রের নাম দীপ অর্ঘ্য বর্মন। তার বাবা, পেশায় ব্যবসায়ী দিলীপ বর্মন শহরের নেতাজিনগর এলাকার বাসিন্দা। তাঁর দাবি, শুক্রবার সাইকেল এবং স্কুলের ব্যাগ নিয়ে বেরিয়েছিল দীপ। তার পরে আর বাড়ি ফেরেনি সে। পরে তাঁরা দেখেন, বাড়িতে বেশ কিছু, একটি সোনার বালা, একটি সিমকার্ড এবং দীপের কিছু জামাকাপড় নেই। দিলীপবাবু বলেন, ‘‘ছেলের বন্ধুদের কাছে খোঁজ নিয়ে জানতে পারি ও স্কুল থেকে দেড়টা নাগাদ বেরিয়ে গিয়েছিল। বিষ্ণুপুর স্টেশনে রিকশাস্ট্যান্ডের কাছ থেকে ওর সাইকেলও পাওয়া যায়। রাতেই ঘটনাটি পুলিশকে জানাই।’’ কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও কোনও খোঁজ না মেলায় দুশ্চিন্তায় পড়েছেন ওই ছাত্রের পরিবার। দিলীপবাবুর দাবি, দীপ স্কুল চত্বরে ম্যাজিক দেখাতে আসা এক ব্যক্তির সঙ্গে প্রায়ই ঘোরাঘুরি করত বলে তিনি শুনেছিলেন। যদিও ওই হাইস্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ পাত্রের দাবি, স্কুল চত্ত্বরে এমন কোনও ম্যাজিশিয়ানকে তাঁরা কখনও দেখেননি। তিনি বলেন, ‘‘ওর সহপাঠীদের সঙ্গে কথা বলে আমরাও খোঁজখবর করার চেষ্টা করছি।’’ পুলিশ জানিয়েছে, বিষ্ণুপুর শহরে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করা এক ম্যাজিশিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু কোনও সন্ধান মেলেনি।