Advertisement
E-Paper

মার্কশিট যাচাই সহজেই

এই কাজের জন্য পড়ুয়াকে তাঁর আধার নম্বর বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। ওই নম্বর দিয়েই ন্যাড-এর যাবতীয় সুবিধা পাওয়া যাবে। যদি আধার নম্বর না থাকে তাহলে রেজিস্ট্রেশনের বিশদ তথ্যও জমা করা যেতে পারে।

প্রশান্ত পাল

শেষ আপডেট: ২৪ জুন ২০১৭ ০২:২৬

নিজেদের মার্কশিট বা শংসাপত্র আসল কি না এবার থেকে সহজেই যাচাই করে নিতে পারবেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় বা কলেজে ঘোরাঘুরি করে জুতোর সুকতলা ক্ষয় করতে হবে না। এক ক্লিকেই মুশকিল আসান। শুক্রবার পুরুলিয়া সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, আগামী মাস থেকেই চালু হবে এই ব্যবস্থা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটির নাম ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজিটরি বা ন্যা়ড। এটি কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীন। কেন্দ্র এবং রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি-সহ ইউজিসি অনুমোদিত সমস্ত বিশ্ববিদ্যালয় এমনকী স্কুল বোর্ডও এই বন্দোবস্তের আওতায় আসবে। পড়ুয়াদের ডিজিটাল মার্কশিক শংসাপত্র প্রভৃতি রাখা হবে ওয়েবসাইটে। পড়ুয়ারা সেগুলি নিজেরাই যাচাই করতে পারবে। ডুপ্লিকেট শংসাপত্রও পাওয়ার ঝামেলাও কমবে অনেকটাই। নিয়োগকারী, ব্যাঙ্ক কর্তৃপক্ষ, ভিসা পরামর্শদাতা বা কোনও ভর্তির আগে কোনও শিক্ষা প্রতিষ্ঠান সেগুলি অনলাইনেই যাচাই করে নিতে পারবে।

এই কাজের জন্য পড়ুয়াকে তাঁর আধার নম্বর বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। ওই নম্বর দিয়েই ন্যাড-এর যাবতীয় সুবিধা পাওয়া যাবে। যদি আধার নম্বর না থাকে তাহলে রেজিস্ট্রেশনের বিশদ তথ্যও জমা করা যেতে পারে।

মাস দুয়েক আগে পুরুলিয়া সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বীরভূমের এক যুবক তাঁর বিএডের মার্কশিট, শংসাপত্রের ফোটোকপি পাঠিয়ে জানতে চান সেগুলি আসল কি না। তিনি একটি বেসরকারি সংস্থার বিএড পাঠ্যক্রমে ভর্তি হয়েছিলেন। পাঠ্যক্রমের মেয়াদ শেষে বেসরকারি সংস্থা থেকে সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের মার্কশিট ও শংসাপত্র হাতে পান। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার সময়ে নিয়োগকারীর সন্দেহ হয়। তার পরেই বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হন ওই যুবক। খতিয়ে দেখা যায়, ওই শংসাপত্র ও মার্কশিট জাল।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মার্কশিট ও শংসাপত্র আসল কি না জানতে চেয়ে এই ধরণের প্রচুর চিঠি আসতে শুরু করেছিল। বিশ্ববিদ্যালয় সেগুলি যাচাই করে সরাসরি ওয়েবসাইটে তালিকা প্রকাশ করতে শুরু করে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুবলচন্দ্র দে জানান, নতুন বন্দোবস্ত চালু হলে পড়ুয়াদের ঝক্কি অনেকটাই কমবে।

তিনি জানান, শুক্রবার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার থেকে কলেজে কলেজে মার্কশিট দেওয়া শুরু হবে। সেই সময়ে পড়ুয়াদের নিজেদের আধারের প্রতিলিপি কলেজে জমা করতে পরামর্শ দিয়েছেন তিনি।

তবে এই ব্যবস্থা বাধ্যতামূলক নয় বলেও জানানো হয়েছে।

Sidho Kanho Birsha University Marksheets সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy