কলেজের অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি নিয়ে আন্দোলন চলছিল। সেই দাবি পূরণ হতেই আবির খেলে উচ্ছ্বাসে মাতলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা। কলেজ সূত্রের খবর, বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে মৌখিক ভাবে অনলাইনে পরীক্ষার কথা জানানো হয়েছে। তবে এখনও লিখিত নোটিস দেওয়া হয়নি।
কলেজে অনলাইন না অফলাইনে পরীক্ষা হবে, সেই নিয়ে ধোঁয়াশা ছিল। কলেজ পড়ুয়াদের একটা বড় অংশ চাইছিলেন, অনলাইনে পরীক্ষা হোক। এই পরিস্থিতিতে কিছুদিন আগে বর্ধমান বিশ্ববিদ্যালয় জানিয়ে দেয়, দুই, চার এবং ছ'নম্বর সিমেস্টারের পরীক্ষা অফলাইনে হবে। সেই নিয়ে শুরু হয় বিক্ষোভ। তৃণমূল ছাত্র পরিষদ অনলাইনে পরীক্ষার দাবিতে কলেজগুলিতে আন্দোলন শুরু করে। কলেজের অধ্যক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। ওই ছাত্র সংগঠনের দাবি, অফলাইনে ক্লাস সেই অর্থে হয়নি। অনেক ক্ষেত্রে সিলেবাসও শেষ হয়নি।এই পরিস্থিতিতে অফলাইনে পরীক্ষা দেওয়া অধিকাংশ পড়ুয়ার পক্ষেই সম্ভব নয়।
অবশেষে বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে সিদ্ধান্ত বদলে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা জানানোর পরেই উল্লাসে মাতেন কলেজ পড়ুয়াদের অনেকে। সেই খুশিতে এ দিন সকালে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিদ্যাসাগর কলেজ চত্বরে আবির খেলা হয়। কলেজের ছাত্রনেত্রী ঋত্বিকা রায় বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় আমাদের দাবি মেনে অনলাইনে পরীক্ষার কথা ঘোষণা করেছেন। সেই খুশিতে আবির খেলার মধ্য দিয়ে আমরা আমাদের আনন্দ ব্যক্ত করেছি।’’