Advertisement
০১ মে ২০২৪

কেন্দ্র সরকারকে কটাক্ষ সূর্যকান্তের

রাষ্ট্রের কোনও ধর্ম নেই। অথচ মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার সিউড়িতে প্রয়াত মন্ত্রী তপন রায়ের স্মরণসভায় এসে কেন্দ্র সরকারকে এমন ভাবেই তীব্র কটাক্ষ করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র।

প্রয়াত তপন রায়কে শ্রদ্ধাজ্ঞাপন। সিউড়িতে তোলা নিজস্ব চিত্র।

প্রয়াত তপন রায়কে শ্রদ্ধাজ্ঞাপন। সিউড়িতে তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ০১:১৭
Share: Save:

রাষ্ট্রের কোনও ধর্ম নেই। অথচ মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার সিউড়িতে প্রয়াত মন্ত্রী তপন রায়ের স্মরণসভায় এসে কেন্দ্র সরকারকে এমন ভাবেই তীব্র কটাক্ষ করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। সূর্যকান্তবাবু বলেন, ‘‘যে যাঁর বিশ্বাস মতে নিজের ধর্ম যাতে মেনে চলতে পারেন, এই অধিকার দিতে হবে।’’

গত ১৫ অক্টোবর সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তপনবাবুর। এ দিন সিউড়ির পাইকপাড়ায় তাঁর স্মরণসভায় যোগ দেন সূর্যবাবু। ছিলেন জেলার সব নেতাই। সেখানে প্রয়াত নেতার স্মরণে বলতে উঠে ওই প্রসঙ্গগুলি নিয়ে আক্রমণ করেন। সিপিএমের ওই শীর্ষ নেতা বলেন, ‘‘কে কোথায় খেলবে, কে সিনেমায় অভিনয় করবে, তা নিয়ে উন্মাদনা তৈরি করা হচ্ছে। এটা কাম্য নয়।’’ বুধবার সিউড়িতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন, ‘‘সামনের যে উপনির্বাচন আসছে, সেখানে কংগ্রেস বা সিপিএম নয় বিজেপিই দ্বিতীয় স্থানে থাকবে।’’ তা নিয়ে প্রশ্ন করলে সূর্যবাবু বলেন, ‘‘রাজ্যের শাসকদলের সঙ্গে কেন্দ্রের শাসকদল যে জোট করছেন সেটা আগে দেখুন। এ রাজ্যে মানুষের জোট ঠিকই থাকবে। লড়াই ও থাকবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

suryakanta mishra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE