রঘুনাথপুরের উপপুরপ্রধান নির্বাচিত হলেন তৃণমূলের তরণী বাউরি। সোমবার তাঁকে শপথবাক্য পাঠ করান পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায়। এ ছাড়াও এ দিনই পুরসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন আট নম্বর ওয়ার্ডের সিপিএমের কাউন্সিলর প্রদীপ দাস। এ বারের পুর-নির্বাচনে সিপিএম তিনটি আসন জিতেছে। তাই তারাই বিরোধী দলনেতার আসন পাওয়ার দাবিদার ছিল। তৃণমূল সূত্রের খবর, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরণীবাবু এ বার ‘কঠিন’ ওয়ার্ড থেকে নির্বাচিত হওয়ায় তাঁকেই উপপুরপ্রধান হিসাবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ছাড়াও নন্দুয়াড়া এলাকায় পুরনির্বাচনে তৃণমূল এ বার তুলনামূলক ভালো ফল করায় ওই এলাকার কর্মী-সমর্থকদের দাবি তুলেছিল নন্দুয়াড়া থেকে উপপুরপ্রধান করা হোক, রঘুনাথপুরের তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি বলেন, ‘‘পুরসভা পরিচালনায় নতুনদের হাতেই দায়িত্ব দিতে চাইছি আমরা। তাই অপেক্ষাকৃত কম বয়সীদেরই গুরুত্বপূর্ণ পদগুলি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”