তেলঙ্গানা পুলিশের গুলিতে ধর্ষণে অভিযুক্তদের মৃত্যুর খবরে সারা দেশের উচ্ছ্বাসে মিলে গেলেন পুরুলিয়া-বাঁকুড়ার তরুণ-তরুণীরা। কোথাও চলল মিষ্টি বিলি। কোথাও আবার তেলঙ্গানা পুলিশকে শুভেচ্ছা জানিয়ে মিছিলে হাঁটেন পড়ুয়ারা।
হায়দরাবাদের পশু চিকিৎসক তরুণীকে গণধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। নেমেছিলেন কয়েকটি সংগঠনের সদস্যেরাও। শুক্রবার সকালে খবরটা শুনেই পথে নেমে পড়েন অনেকে। খুশির জোয়ার নামে জেলার বিভিন্ন মহলে।
বেলা গড়াতেই পুলিশের গুলিতে চার অভিযুক্তের মৃত্যুর ঘটনাকে স্বাগত জানিয়ে মিছিল করেন ঝালদার অচ্ছ্রুরাম মেমোরিয়াল কলেজের পড়ুয়ারা।