মা-সহ তিন নাবালিকা মেয়ের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। বৃহস্পতিবার রাতে ভিন্রাজ্যে ব্যবসার কাজ সেরে পুরুলিয়ার বান্দোয়ান থানার লতাপাড়া গ্রামের বাড়িতে ফিরে স্ত্রী-সহ তিন মেয়েকে অচৈতন্য অবস্থায় বাড়িতে পড়ে থাকতে দেখেন আনন্দ গরাই। দ্রুত চার জনকে উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা সকলকেই মৃত বলে ঘোষণা করেন। তিন নাবালিকা-সহ চার জনের মৃত্যুর কারণ জানতে পুলিশ শুক্রবার দেহগুলি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বান্দোয়ান থানার লতাপাড়া গ্রামের বাসিন্দা আনন্দ পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে সবজি বিক্রির কাজ করেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও তিনি সবজি বিক্রির কাজে সেখানে যান। রাতে বাড়ি ফিরে দেখেন স্ত্রী প্রিয়া গরাই (৩২) ও তিন মেয়ে বৈশাখী গরাই (১২), পল্লবী গরাই (১০) ও সৌরভী গরাই (৬) বাড়ির মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। বিষয়টি নজরে আসতেই প্রতিবেশীদের সাহায্য নিয়ে তাদের উদ্ধার করে দ্রুত বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান আনন্দ গরাই। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা চার জনকেই মৃত বলে ঘোষণা করেন।