বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে কর্মীদের মোটরবাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকী কয়েক জন বিজেপি কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। শনিবার ইন্দাস ২ পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামের ঘটনা। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষের অভিযোগ, ‘‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের দলীয় অফিসে হামলা চালায়। বোমাবাজি করে ভাঙচুর করা হয়। দলের কর্মীদের মারধর করে তাঁদের মোটরবাইকে আগুন লাগিয়ে দেয়।’’
দলের রথযাত্রা কর্মসূচি নিয়ে বিজেপির ইন্দাস ২ মণ্ডলের কর্মীরা তখন দলীয় অফিসে বৈঠক করছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপরে হামলা চালায় বলে অভিযোগ।
স্বপনবাবুর অভিযোগ, ‘‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আহত কর্মীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও বাধা দেয়। হামলার পরে দীর্ঘক্ষণ তারা বৈকুণ্ঠপুর গ্রাম ঘিরে থাকে। ঘুরপথে বর্ধমানের খণ্ডঘোষ হয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত কর্মীদের। আহত পাঁচ জনের মধ্যে এক জন মহিলাও আছেন।