দলের শহিদ সমাবেশে ৫০ হাজার লোক সমাবেশের ‘চ্যালেঞ্জ’ নিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তা নিয়ে বিরোধী শিবির তো বটেই, তৃণমূলের অন্দরমহলেও ছিল সংশয়। কার্যত সেই সংশয়ই সত্যি হলো। বিরোধীদের দাবি, শনিবারের শহিদ সমাবেশে সব থেকে কম ভিড় জমেছে। তাদের দাবি, হাজার দশেকও লোকও হয়নি। তৃণমূল অবশ্য বিরোধীদের ওই হিসেব মানেনি। তাদের দাবি, ৩০ হাজারের বেশি লোক হয়েছে।
তৃণমূল সূত্রে খবর, লোকসভা নির্বাচনের পরে নানুরের শহিদ সমাবেশে রেকর্ড সংখ্যক জমায়েত দলের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কারণ ওই নির্বাচনের পর থেকেই বিজেপিতে নাম লেখানোর হিড়িকের পাশাপাশি বিরোধীদের কর্মসূচিতে ভিড় বৃদ্ধিতে তৃণমূল নেতৃত্বের কপালে ভাঁজ পড়েছিল। পাশাপাশি কাটমানি নিয়ে বিক্ষোভের মুখে পড়ে নিচুতলার নেতা-কর্মীরাও অনেকে মনোবল হারিয়ে ফেলছেন। দলের অন্দরমহলের খবর, তাঁদের মনোবল ফেরাতে শান্তিমিছিলের তকমা দিয়ে বিজয় মিছিল করতে হয়েছে।
বিজেপির জেলা সহ-সভাপতি বিশ্বজিৎ মন্ডলের বক্তব্য, ‘‘এক সময় শহিদ সমাবেশে বাসাপাড়া এলাকায় তিলধারণের জায়গা থাকত না। এ বার দশ হাজার লোকও হয়নি। দুর্নীতি আর অহঙ্কারের জন্যে মানুষ যে আর ওদের সঙ্গে নেই, এই ঘটনা তারই প্রমাণ।’’