অযোধ্যায় রামমন্দির দর্শনের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমান্ত্রণ জানাল রামজন্মভূমি ট্রাস্ট। শুক্রবার সংবাদসংস্থা পিটিআইকে এ কথা জানান রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র।
সংবাদসংস্থা পিটিআইকে নৃপেন্দ্র জানান, রামজন্মভূমি ট্রাস্টের তরফ থেকে রাষ্ট্রপতিকে মন্দির দর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সম্প্রতি কয়েক জন সদস্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং তাঁকে অযোধ্যার রামমন্দির দর্শনের জন্য আমন্ত্রণপত্র দেন। নৃপেন্দ্র বলেন, “আমরা আশা করছি রাষ্ট্রপতি তাঁর সময়সূচি অনুযায়ী একটি তারিখ নির্ধারণ করে সম্ভবত মার্চ মাসে রামমন্দিরে আসবেন।”
আরও পড়ুন:
যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে রাষ্ট্রপতির তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে নৃপেন্দ্রর দাবি, রাষ্ট্রপতি তাঁদের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।
নৃপেন্দ্র আরও জানান, রামজন্মভূমি ট্রাস্ট মন্দির চত্বরে বিভিন্ন ভারতীয় ভাষায় প্রাচীন রামায়ণ ও বাল্মীকির অনুবাদগুলি সংরক্ষণ ও সুরক্ষিত করার পরিকল্পনা করছে। রামমন্দির চত্বরে রাখা হবে রামায়ণ সংক্রান্ত প্রাচীন পাণ্ডুলিপি। সে সম্পর্কে তিনি বিস্তারিত তথ্যও দেন। নৃপেন্দ্র বলেন, “নয়াদিল্লির কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় রামজন্মভূমি ট্রাস্টকে একটি বিরল ৪০০ বছরের পুরনো পাণ্ডুলিপি উপহার দিয়েছে। ওই প্রাচীন সংস্কৃত লিপিতে বাল্মীকির বাণী লেখা রয়েছে।” তাঁর সংযোজন, “পাণ্ডুলিপিটি আগে রাষ্ট্রপতি ভবনের জাদুঘরকে দেওয়া হয়েছিল। কিন্তু যখন বিশ্ববিদ্যালয় জানতে পারে রাম মন্দিরের দ্বিতীয় তলায় রামায়ণ সংক্রান্ত সাহিত্যের জন্য বিশেষ জায়গা নির্ধারণ করা হয়েছে, তখন তারা ট্রাস্টের অনুরোধে পাণ্ডুলিপিটি স্থায়ীভাবে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়।”