আবারও প্রকাশ্যে এল শাসকদল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এ বার প্রাক্তনের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ তুললেন বর্তমান ব্লক সভাপতি। গোল বেধেছে একুশে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি মিছিল নিয়ে। ঘটনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটির। গঙ্গাজলঘাটি ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন প্রদীপ চক্রবর্তী। সম্প্রতি তাঁকে সরিয়ে দলের ব্লক সভাপতি পদে বসানো হয় ইন্দ্রজিৎ কর্মকারকে। রবিবার ওই ব্লকে যুব তৃণমূলের উদ্যোগে একুশে জুলাই সমাবেশের প্রস্তুতি মিছিলের ডাক দেওয়া হয়।
মিছিলে বড়জোড়ার বিধায়ক তথা তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অলোক মুখোপাধ্যায়ের পাশে দেখা যায় প্রাক্তন ব্লক সভাপতি প্রদীপকেও। ছিলেন না ইন্দ্রজিৎ। তিনি পরে বলেন, ‘‘একুশে জুলাই সমাবেশের প্রচারের উদ্দেশে এই মিছিল হয়নি। যিনি দীর্ঘ দিন ব্লকের দায়িত্বে ছিলেন, তিনি নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য এই মিছিল করেছেন। তাঁর বাড়ির দাম এক কোটি টাকা।’’ এখানেই থামেননি ইন্দ্রজিৎ। তাঁর প্রশ্ন, ‘‘বাড়িতে যে দু’টি গাড়ি রয়েছে, তার দাম ৫০ লক্ষ টাকা। এত টাকা কোথায় পেলেন? বিভিন্ন কারখানায় জোর করে তোলা আদায় করেন। সেই জন্যই ক্ষমতা দেখাতে কিছু লোককে নিয়ে মিছিল করেছেন। আমরা গোটা বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’’