Advertisement
১১ মে ২০২৪
Anubarata Mandal

Anubrata Mandal: ‘ছিল ভেড়া, এসেছে ছাগল’: অনুব্রত

বিজেপির রাজ্য নেতাদের বীরভূম জেলা সফর ঘিরে হুমকি, কটাক্ষে ফের চড়েছে রাজনীতির পারদ। শুক্রবার লাভপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনী হয়।

লাভপুরের সম্মেলনে।

লাভপুরের সম্মেলনে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
 লাভপুর শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২১ ০৬:৪৪
Share: Save:

‘বিচ্চু’র পাল্টা এ বার ‘ছাগল’। বিজেপির রাজ্য নেতাদের বীরভূম জেলা সফর ঘিরে হুমকি, কটাক্ষে ফের চড়েছে রাজনীতির পারদ। শুক্রবার লাভপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনী হয়। সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ‘ছাগল’ বলে কটাক্ষ করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এ দিন লাভপুরের এক সিনেমা হলে ওই সম্মিলনী হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন অনুব্রত।

এ দিন আবার কাটোয়ায় বিজেপির কর্মিসভা ঘিরে বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে। এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নে অনুব্র‍ত বলেন, ‘‘ছিল ভেড়া, এসেছে ছাগল। মানুষ মানবে কেন? তাই যা হওয়ার তাই হয়েছে।’’ এ দিকে, বিজেপি নেতাদের বরাবরের অভিযোগ, তাঁদের নেতাকর্মীদের বিরুদ্ধে তৃণমূল নেতৃত্বের কথা শুনে পুলিশ ‘মিথ্যে’ মামলা করছে। সেই প্রসঙ্গ তুলে বিজেপির রাজ্য সভাপতি সাংবাদিকদের সামনে বলেন, ‘‘দলের কর্মীদের যদি মিথ্যে মামলায় ফাঁসানো হয়, তা হলে সেই মামলাই সত্যি করবেন কর্মীরা। মার দিয়েই কেস খাবেন।’’ তার আবার জবাব দিয়েছেন অনুব্রত। বলছেন, ‘‘মারতে এলে কব্জি থাকবে তো?’’ জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহার আবার কটাক্ষ, ‘‘কি আর বলব? কথাতেই তো আছে পাগলে কি না বলে।’’ এ দিনের সম্মেলনে বিজেপির সংখ্যালঘু সেলের কো কনভেনার আজিজা খাতুন সহ বেশ কিছু কর্মী, সমর্থক তৃণমূলে যোগ দেন বলে তৃণমূল নেতৃত্বের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anubarata Mandal Sukanta Majumdar BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE