Advertisement
২৩ এপ্রিল ২০২৪
TMC

বঙ্গধ্বনি যাত্রায় গিয়ে বিক্ষোভের মুখে, পিছু হটলেন তৃণমূল বিধায়ক

গ্রামবাসীদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য এত প্রকল্প এনেছে সরকার। কিন্তু কিছুই তাঁদের কাছে পৌঁছচ্ছে না।

বিধায়ককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।

বিধায়ককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ছবি: ভিডিয়ো গ্র্যাব।

নিজস্ব সংবাদদাতা
সাঁইথিয়া শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪৭
Share: Save:

বঙ্গধ্বনি যাত্রায় গিয়ে বীরভূমে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতৃত্ব। পরিস্থিতি এমন দাঁড়াল যে যাত্রা ছেড়ে মাঝপথেই চলে আসতে হল তাঁদের।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সাঁইথিয়ার হাতোড়া পঞ্চায়েত এলাকার জৈল্য গ্রামে। ভোটের আঘে সেখানে বঙ্গধ্বনি যাত্রার আয়োজন করেছিল তৃণমূল। তাতে অংশ নিয়েছিলেন সাঁইথিয়ায় দলের বিধায়ক নীলাবতী সাহা এবং জেলাস্তরের অন্য নেতারা।

কিন্তু তাঁদের দেখামাত্রই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। দলে দলে মানুষ এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাতেই পিছু হটতে বাধ্য হন তৃণমূল নেতৃত্ব।

গ্রামবাসীদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য এত প্রকল্প এনেছে সরকার। কিন্তু কিছুই তাঁদের কাছে পৌঁছচ্ছে না। মাথার উপর ছাদ হোক বিধবা ভাতা, কোনও সুবিধাই পান না তাঁরা।

এ নিয়ে প্রশ্ন করলে যদিও অভিযোগ উড়িয়ে দেন নীলাবতী। তাঁর দাবি, সকলেই পরিষেবা পাচ্ছেন। হাতেগোনা কিছু লোকজন বাদ রয়ে গিয়েছেন। দেরিতে হলেও তাঁরাও সব সুবিধাই পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC West Bengal Assembly Election 2021 sainthia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE