Advertisement
১৯ মে ২০২৪

বাড়ি বাড়ি প্রচারে জোর শাসকদলের

মঙ্গলবার সন্ধ্যায় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে প্রথম নির্বাচনী সভায় জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সভা করার কথা। দলীয় সূত্রে খবর, অনুব্রত বেশ কয়েকটি ওয়ার্ডে যাবেন।

নলহাটিতে অনুব্রতর সভায় ।  —নিজস্ব চিত্র।

নলহাটিতে অনুব্রতর সভায় । —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নলহাটি শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ০২:০৮
Share: Save:

হারা ওয়ার্ড থেকেই বাড়ি বাড়ি পুরভোটের প্রচার শুরু করল তৃণমূল।

সোমবার নলহাটি পুরভোটের প্রচারে নেমে মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রনাথ সিংহ পুরসভার ৯ এবং ১০ এই দুটি ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরলেন। এই দুটি ওয়ার্ড-ই গতবার তৃণমূলের হাতছাড়া হয়েছিল। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে প্রথম নির্বাচনী সভায় জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সভা করার কথা। দলীয় সূত্রে খবর, অনুব্রত বেশ কয়েকটি ওয়ার্ডে যাবেন। বড় সভা না করে মানুষের সঙ্গে জনসংযোগ রক্ষা করতে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা নিয়েছে দল।

নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই দলের জেলা সভাপতির নির্দেশে তিন মাস আগেই ওয়ার্ডের প্রতিটি বুথে ছোট ছোট সভা শুরু করেছিল তৃণমূল। প্রার্থী ঘোষণার দিন প্রতিটি বুথের কর্মীদের সঙ্গে বৈঠক করে নলহাটি পুরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন অনুব্রত। সেক্ষেত্রে আগাম প্রার্থী তালিকা ঘোষণা, দেওয়াল লিখন থেকে বুথের কর্মীদের নিয়ে বৈঠক, ছোট ছোট সভাকেই যে তিনি হাতিয়ার করছেন এ বার পরিস্কার ছিল সেটাও। তবুও প্রার্থী তালিকা ঘিরে অসন্তোষ এড়াতে পারেনি তৃণমূল। তবে, বাড়ি বাড়ি প্রচারে নেমে দলের সেই অসন্তোষ উড়িয়ে গত বারের হেরে যাওয়া ওয়ার্ডগুলি উদ্ধারে মন দিয়েছে তারা।

বাড়ি বাড়ি প্রচারে শুধু প্রার্থী-সহ বুথের কর্মীরা নয়, প্রতিটি ওয়ার্ডে জেলার দুই মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যয়-সহ এলাকার বিধায়ক মইনুদ্দিন শামস, সিউড়ির বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, মুরারই বিধায়ক আব্দুর রহমান, জেলাপরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী প্রমুখ ইতিমধ্যে নেমে পড়েছেন। এ দিন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নলহাটিতে এর আগের বোর্ড তৃণমূল একক ভাবেই গঠন করেছিল। এ বারও একক ভাবে পুরবোর্ড গঠন করবে।’’ বাড়ি বাড়ি প্রচারের উদ্দেশ্য নিয়ে তিনি জানান, বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে ভোটারদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকর্মের পাশে থাকার আবেদন জানান হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE