Advertisement
০৪ মে ২০২৪

কলেজে বাড়ল আসন

পুরুলিয়া জেলার কলেজগুলিতে ছাত্র-ভর্তির সঙ্কট কাটাতে কিছু কলেজে আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের ইন্সপেক্টর অব কলেজস প্রিয়নাথ হালদার বলেন, ‘‘কলেজগুলির আবেদনের ভিত্তিতে রঘুনাথপুর কলেজে ৩৫০, বলরামপুর কলেজে ২৫০ ও মানবাজারের কুড়ুকতোপার সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজে ৫০টি আসন বাড়ানো হয়েছে।”

নিজস্ব সংবাদদাতা
আদ্রা শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ০১:৩২
Share: Save:

পুরুলিয়া জেলার কলেজগুলিতে ছাত্র-ভর্তির সঙ্কট কাটাতে কিছু কলেজে আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের ইন্সপেক্টর অব কলেজস প্রিয়নাথ হালদার বলেন, ‘‘কলেজগুলির আবেদনের ভিত্তিতে রঘুনাথপুর কলেজে ৩৫০, বলরামপুর কলেজে ২৫০ ও মানবাজারের কুড়ুকতোপার সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজে ৫০টি আসন বাড়ানো হয়েছে।” কিন্তু কাশীপুরের মাইকেল মধুসূদন কলেজে ভর্তির সমস্যা থাকলেও সেখানে এখনও আসন বাড়ানো হয়নি। তবে কাশীপুর কলেজেও আসন বাড়ছে বলে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা গিয়েছে। কাশীপুরের ওই কলেজের টিআইসি ক্ষীরোদপ্রসাদ মাহাতো বলেন, ‘‘ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার পরেই বিশ্ববিদ্যালয়ের কাছে ৩০০ আসন বৃদ্ধির আবেদন জানানো হয়। ভুল বোঝাবুঝির জন্য আসন বাড়েনি। বিশ্ববিদ্যালয় এ নিয়ে আলোচনার জন্য সোমবার ডেকেছে।” জেলার কলেজগুলির মোট আসনের চেয়ে উচ্চমাধ্যমিকে পুরুলিয়ায় বেশি ছাত্রছাত্রী পাশ করেছে। তাতেই ভর্তি-সমস্যা তৈরি হয়েছে। তবে কলেজগুলি আসন বাড়ানোর আবেদন জানালে পড়াশোনা ও পড়ুয়াদের বসার ব্যবস্থা বিচার করে বিশ্ববিদ্যালয় আসন বাড়ানোর পক্ষপাতি বলে জানান প্রিয়নাথবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

College admission College seat University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE