অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপরে ভেঙে পড়েছে বিশাল বটগাছ। আর সেই কেন্দ্রেই বিপজ্জনক ভাবে চলছে ছোটদের পড়াশোনা, খেলাধুলা।
বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ পঞ্চায়েতের পিয়ারডোবা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপরে মঙ্গলবার ওই বট গাছ ভেঙে পড়ে। কিন্তু সেই গাছ কেটে আর সরানো হয়নি। এ দিকে ওই কেন্দ্রের মধ্যে শিশুরা পড়াশোনা করায় আতঙ্কে রয়েছেন তাদের অভিভাবকেরা।
বৃহস্পতিবার পিয়ারডোবা গ্রামে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখা গেল, রেল দফতরের জমিতে থাকা এক প্রাচীন বট গাছ শিকড় উপড়ে কাত হয়ে পরে আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপরে। তার মধ্যেই চলছে কচিকাঁচাদের ছোটাছুটি আর পড়াশোনা।